Freecash.com: কিভাবে এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করবেন?

অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট অনেক আছে। Freecash.com হলো এমনই একটি অনেক জনপ্রিয় get-paid-to (GPT) ওয়েবসাইট যেখানে একজন ইউজার হিসেবে আপনি নানান ছোট ছোট অনলাইন টাস্ক গুলো সম্পূর্ণ করে অর্থ উপার্জন করতে পারবেন। শুধুমাত্র একটি ল্যাপটপ বা স্মার্টফোন থাকলেই আপনি এই ওয়েবসাইটে গিয়ে নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করে কাজ শুরু করতে পারবেন।

এখানে আপনারা সার্ভে সম্পূর্ণ করা, অ্যাপ ডাউনলোড ও পরীক্ষা করা, গেম খেলা, নানান ওয়েবসাইটে একাউন্ট তৈরি করার মতো অনলাইন কাজ করে টাকা ইনকাম করার সুযোগ পেতে পারেন।

ওয়েবসাইটটির আরেকটি অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট রয়েছে। এখান থেকে আপনারা নিজের ইনকাম করা টাকা গুলো PayPal, Bitcoin, Bank transfer, coupon voucher, ইত্যাদি একাধিক উপায়ে তুলে নিতে পারবেন। কি? Freecash-এর বিষয়ে আরো অধিক জেনেনিতে চাইছেন? চিন্তা নেই। Frecash.com কি এবং এই ওয়েবসাইট থেকে কিভাবে টাকা ইনকাম করা যাবে আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা সম্পূর্ণটা জানবো।

রিলেটেড: অনলাইনে ছবি বিক্রি করে কিভাবে ইনকাম করবেন?

Freecash.com আসলে কি?

Freecash website best ways to earn

যা আমি উপরে আগেই বলেছি, Freecash হলো একটি জনপ্রিয় GPT platform/website যেখানে নানান ছোট ছোট কাজ গুলো করার বিনিময়ে কিছু রিওয়ার্ড অফার করা হয়। এই ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আপনাকে surveys সম্পূর্ণ করা, ডেইলি চালাঞ্জ গুলোতে অংশগ্রহণ করা, গেম খেলা, ইত্যাদির মতো নানান ধরণের মাইক্রো টাস্ক/জব গুলো সম্পূর্ণ করতে হয়।

ওয়েবসাইটটিতে বলা হয়েছে হয়েছে যে এখানে প্রতিটি গেম থেকে $0.50 থেকে $120, প্রতিটি অ্যাপ থেকে $1.00 – $75 এবং প্রতিটি ৫-১০ মিনিটের সার্ভে সম্পূর্ণ করার জন্য $1.00 পর্যন্ত আপনি ইনকাম করে নিতে পারবেন। ডেইলি বোনাস এর মাধ্যমে কিছু এক্সট্রা রিওয়ার্ড ইনকামের সুযোগও এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি প্রায় প্রত্যেকটি দেশেই উপলব্ধ রয়েছে।

অবশই পড়ুন: রেফার করে টাকা ইনকাম করার সেরা অ্যাপস

Freecash একাউন্ট কিভাবে তৈরি করবেন?

Freecash ওয়েবসাইট এর মধ্যে একটি ফ্রি একাউন্ট তৈরি করার প্রক্রিয়াটি অনেক সোজা এবং সিম্পল। এখানে একাউন্ট তৈরি করার জন্য আপনি আপনার Google, Steam, Facebook বা যেকোনো Email আইডি ব্যবহার করতে পারবেন।

Create a freecash account for free

Freecash-এর সাইটে প্রবেশ করার সাথে সাথে সাইটের একেবারে উপরে হাতের ডান দিকে আপনারা একটি Sign Up বাটন/লিংক দেখবেন। সরাসরি এই Sign-Up লিংকের মধ্যে ক্লিক করে নিজের ফেসবুক, গুগল বা ইমেইল আইডি ব্যবহার করে এখানে একটি ফ্রি একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

মনে রাখবেন, সাইন-আপ করার পর freecash এর তরফ থেকে আপনাকে একটি “Free Case” দিয়ে দেওয়া হতে পারে যেখানে $250 পর্যন্ত গিফ্ট বোনাস ক্যাশ থাকতে পারে।

Freecash.com: এই ওয়েবসাইট থেকে কি কি উপায়ে টাকা ইনকাম করা যাবে?

Freecash সাইট থেকে আমরা নানান মাধ্যমে cash ও reward আয় করতে পারি। এখানে প্রতিটি টাস্ক সম্পূর্ণ করার জন্য আপনাকে কিছু coins রিওয়ার্ড হিসেবে দেওয়া হবে। মনে রাখবেন, এখানে প্রতি 1000 coins = $1, আপনি নানান মাধ্যমে আয় করা নিজের রিওয়ার্ড গুলো তুলেও নিতে পারবেন।

নিচে আমি, Freecash website থেকে income করার সব থেকে সেরা উপায় গুলোর বিষয়ে একে একে বলে দিয়েছি।

1. Online Paid Survey করে আয়:

Freecash থেকে ইনকাম করার সব থেকে সেরা এবং কার্যকর উপায় গুলোর মধ্যে একটি হলো “অনলাইন পেইড সার্ভে সম্পূর্ণ করা”। এখানে আপনারা প্রতিদিন আলাদা আলাদা সার্ভে গুলোতে অংশগ্রহণ করে নানান প্রশ্নের উত্তর এবং নিজের মতামত সাবমিট করে সার্ভে প্রতি $0.50 থেকে $5 আয় করে নিতে পারবেন। মনে রাখা দরকার যে, আলাদা আলাদা সার্ভে গুলোর সময়সীমা এবং রিওয়ার্ড পরিমান আলাদা আলাদা হওয়াটা স্বাভাবিক।

2. App Testing করুন:

Freecash সাইট এর মধ্যে আপনি নানান অ্যাপ গুলোকে ডাউনলোড এবং টেস্ট করেও রিওয়ার্ড (coins) ইনকাম করতে পারবেন। এমন প্রচুর developers-রা আছেন যারা users-দের তাদের অ্যাপস গুলোকে টেস্ট করা, এরর রিপোর্ট করা এবং তাদের মূল্যবাদ ফিডব্যাক প্রদান করার জন্য টাকা প্রদান করে থাকেন।

এক্ষেত্রে আপনাকে নানান অ্যাপস গুলোকে নিজের মোবাইলে ডাউনলোড করে সেগুলোকে ব্যবহার ও টেস্ট করতে হবে। যদি আপনি নতুন নতুন অ্যাপস গুলোকে ব্যবহার ও টেস্ট করতে পছন্দ করে থাকেন, তাহলে এই কাজটি আপনার জন্য অনেকটা মজার কাজ প্রমাণিত হতে পারে।

3. গেম খেলে ইনকাম করুন:

যদি আপনি নিজের mobile বা কম্পিউটারে গেম খেলতে পছন্দ করে থাকেন তাহলে এবার freecash আপনার জন্য দারুন একটি প্লাটফর্ম প্রমাণিত হতে পারে। কেননা, এখন আপনি Freecash ওয়েবসাইটে নানান ধরণের গেম গুলো খেলে প্রতিটি গেমের জন্য $0.50 – $120 ইনকাম করে নিতে পারবেন। এটা আমি নিজে থেকে বানিয়ে বলছিনা। Freecash.com ওয়েবসাইটেই এই বিষয়ে বলা হয়েছে।

4. ডেইলি চ্যালেঞ্জ কমপ্লিট করুন:

Freecash daily challenges গুলোতে অংশগ্রহণ করে আপনারা কিছু extra points অবশই আয় করে নিতে পারবেন। প্রতিদিন একাধিক টাস্ক/মাইক্রোজব গুলোকে সম্পূর্ণ করে জিতে নিতে পারবেন বোনাস রিওয়ার্ড পয়েন্টস।

এছাড়া, একজন Freecash user হিসেবে আপনি অন্যান্য ইউজারদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সর্বাধিক points গ্রহণ করে leaderboards-এর শীর্ষে রাংক করতে পারবেন। এবার, টপে থাকা উপার্জনকারীরা এভাবে কিছু অতিরিক্ত cash rewards এবং prizes জিতে নিতে পারেন।

ওয়েবসাইটটি কিভাবে এবং কেন টাকা দেয়?

Freecash একটি অনেক জনপ্রিয় ওয়েবসাইট যেটা মূলত নানান advertisers/company গুলোর সাথে একসাথে কাজ করে এর ইউজারদের টাকা আয় করার সুযোগ দিয়ে থাকে।

আসলে, Freecash website-এর মাধ্যমে নানান বিজ্ঞাপনদাতারা/কোম্পানি গুলি ইউজারদের নানান কাজ গুলো দিয়ে থাকেন। যেমন, অ্যাপস ডাউনলোড করা, কোনো ওয়েবসাইটে একাউন্ট তৈরি করা, ভিডিও দেখা, গেম খেলা বা গেমে কোনো নির্ধারিত লেভেল ক্রস করা ইত্যাদি। এই কাজ গুলোর দ্বারা বিজ্ঞাপনদাতারা বা কোম্পানিগুলি কোনো পণ্য বা পরিষেবার ইউজারবেশ এবং এনগেজমেন্ট বাড়িয়ে নিতে চান।

এবার, যিহেতু বিজ্ঞাপনদাতারা freecash website-এর দ্বারা নানান কাজ গুলো করিয়ে নিচ্ছেন, তাই সফলভাবে সম্পূর্ণ করা প্রতিটি কাজের বিপরীতে বিজ্ঞাপনদাতারা freecash-কে দিয়ে থাকেন কিছু কমিশন। আর শেষে গিয়ে ফ্রীকাশ তাদের আয় করা কমিশন ইনকাম থেকে ইউজারদের করে থাকেন পেমেন্ট।

এটাই কারণ যার জন্য এই অর্থ উপার্জনকারী ওয়েবসাইটটি বর্তমানে প্রচুর জনপ্রিয়তা লাভ করছে।

Freecash.com থেকে কিভাবে টাকা ইনকাম করবেন?

Freecash থেকে টাকা ইনকাম করার জন্য নিচে বলে দেওয়া এই ধাপ গুলো ফলো করতে পারেন:

১. অফার সিলেক্ট করুন:

এই ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আপনাকে সবচেয়ে আগেই নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করে নিতে হবে। এবার, ওয়েবসাইটের মধ্যে উপলব্ধ অফার গুলোর মধ্যে থেকে পছন্দমতো অফার সিলেক্ট করুন। এই অফার গুলোর মধ্যে মূলত থাকছে, surveys, app testing, gaming এবং অন্যান্য নানান টাস্ক গুলো।

২. টাস্ক গুলো সম্পূর্ণ করুন:

এই ওয়েবসাইটের মধ্যে উপলব্ধ বেশিরভাগ টাস্ক গুলো অনেক সোজা এবং প্রায় ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই সম্পূর্ণ করা যেতে পারে। এছাড়া, প্রতিটি টাস্ক কিভাবে করতে হবে সেই বিষয়েও আপনাকে জানিয়ে দেওয়া হবে। তাই, টাস্ক গুলো সম্পূর্ণ করে points income করার জন্য প্রতিটি টাস্ক এর সাথে দিয়ে দেওয়া নির্দেশ গুলো সঠিক ভাবে ফলো করতে হবে।

৩. রিওয়ার্ড আয় করুন:

এভাবে Freecash-এর মধ্যে প্রতিটি টাস্ক/কাজ সঠিক ভাবে সম্পূর্ণ করে আপনি reward points গুলো আয় করতে থাকবেন। মনে রাখবেন, এখানে প্রতি ১০০০ পয়েন্ট মানেই কিন্তু ১ ডলার।

মনে রাখতে হবে যে, ফ্রীকাশ ওয়েবসাইট থেকে প্রথমবারের জন্য টাকা তোলার সময় আপনার একাউন্টে কমেও ২০০০ কয়েন অবশই আয় হতে হবে। এছাড়া, টাকা তোলাটা সময় আপনার অন্তত লেভেল ২ স্টেটাস অবশই থাকতে হবে।

Freecash থেকে টাকা তোলার জন্য multiple payout options গুলো আপনারা পেয়ে যাবেন। যেমন, PayPal, Bitcoin, gift cards, Bank Transfer ইত্যাদি। এগুলো ছাড়াও, Google Play, Spotify, Visa, Netflix, Apple, Ethereum, ইত্যাদির মতো পরিষেবা গুলির free voucher/coupon হিসেবেও cashout করতে পারবেন।

Freecash কি একটি ট্রাস্টেড অনলাইন ইনকাম সাইট?

ইন্টারনেটে খানিকটা রিসার্চ করার পর এবং নানান ওয়েবসাইটে গিয়ে প্রচুর রিভিউ গুলো পড়ার পর, আমি এটা অবশই বলতে পারি যে হ্যা ফ্রিক্যাশ সত্যি একটি বৈধ প্ল্যাটফর্ম। তবে আমি নিজে এই ওয়েবসাইট ব্যবহার করে টাকা ইনকাম এখনো করিনি।

বিশ্বজুড়ে প্রচুর ইউজাররা এই সাইটটি ব্যবহার করে দেখেছেন এবং বেশিরভাগ ব্যবহারকারীর বিশ্বাস এবং ভরসা অর্জন করতে সক্ষম হয়েছে এই ওয়েবসাইটটি। বলা হয়েছে যে এই ওয়েবসাইটটি প্রতিদিন হাজার হাজার টাকা পেআউট দিয়ে থাকে এবং সাইটটির মিলিয়নে একটিভ ইউজার সংখ্যা বর্তমানে রয়েছে।

আপনি যদি Trustpilot এবং অন্যান্য review sites গুলোতে গিয়ে Freecash ওয়েবসাইটের বিষয়ে রিভিউ খুঁজে দেখেন, তাহলে পাবেন বেশিরভাগ ইউজাররাই এই সাইটের বিষয়ে অনেক পজিটিভ রিভিউ দিচ্ছেন। বেশিরভাগ ইউজাররাই, এই ওয়েবসাইট থেকে ইনকাম করার আলাদা আলাদা সোজা রাস্তা এবং দ্রুত পেআউট এর সুবিধাগুলোর বিষয়েই বলেছেন।

Note: এই সম্পূর্ণ আর্টিকেলটি শুধুমাত্র ইনফরমেশন এবং তথ্য শেয়ারিং এর উদ্দেশ্যে লেখা হয়েছে। আমি কোনো ভাবেই এই ওয়েবসাইটটি (Freecash.com) নিজে ব্যবহার করে দেখিনি। ইন্টারনেটে উপলব্ধ নানান রিভিউ এবং ওয়েবসাইটে উল্ল্যেখ থাকা তথ্য গুলোকে নজরে রেখে আর্টিকেলটি লিখেছি। ওয়েবসাইটটি ব্যবহার করার আগে নিজের তরফ থেকে রিসার্চ অবশই করবেন।

FAQ:

১. Freecash.com থেকে মিনিমাম কত টাকা তুলতে পারবেন?

এই ওয়েবসাইট থেকে আপনারা মিনিমাম $5 (PayPal, Visa, এবং Bank Transfer money) তুলতে পারবেন।

২. Freecash কি ধরণের ওয়েবসাইট?

এটা মূলত একটি get-paid-to (GPT) platform যেখানে একজন ইউজার হিসেবে আপনি নানান ছোট ছোট কাজ গুলো সম্পূর্ণ করে reward, crypto এবং cash আয় করতে পারবেন।

৩. Freecash কি মোবাইলে ব্যবহার করা যাবে?

অবশই যাবে, আপনারা চাইলে নিজের মোবাইল দিয়ে freecash.com-এ ভিসিট করে ওয়েবসাইটটির মোবাইল ভার্সনটি ব্যবহার করতে পারবেন। এছাড়া, Google Play Store থেকে Freecash mobile app-টি ডাউনলোড করেও মোবাইলে freecash ব্যবহার করা যাবে।

৪. এই ওয়েবসাইট থেকে কি কি উপায়ে ইনকাম করা যায়?

এই ওয়েবসাইট থেকে আপনারা একাধিক উপায়ে টাকা আয় করতে পারবেন। যেমন, গেম খেলে, সার্ভে সম্পূর্ণ করে, রেফার করে এবং আরো নানান উপায় আছে।

Leave a Comment