ySense.com কি? কিভাবে এই সাইট থেকে ইনকাম করবেন?

অনলাইনে পার্ট-টাইম কাজ করে টাকা ইনকামের উপায় এমনিতে অনেক আছে। Blogging, Freelancing, YouTubing, ইত্যাদির মতো কিছু বিকল্প গুলি ছাড়াও ইন্টারনেটে উপলব্ধ কিছু সেরা ইনকাম ওয়েবসাইট গুলিও রয়েছে যেগুলোর থেকে অর্থ উপার্জন করা যেতে পারে। আর আজকের এই আর্টিকেলের মধ্যে আমি এমনই একটি সেরা অনলাইন ইনকাম ওয়েবসাইট এর বিষয়ে আপনাদের বলতে চলেছি। আর এই ওয়েবসাইটটির নাম হলো, ySense।

ySense.com, হলো এমন একটি গ্লোবাল অনলাইন কমিউনিটি যেখানে আপনি এক্সট্রা টাকা ইনকামের একাধিক অপসন গুলো পাবেন। এই ওয়েবসাইট থেকে মূলত online surveys এবং নানান cash offers গুলোর মাধ্যমে টাকা আয় করা যেতে পারে।

যদি আপনি একজন স্টুডেন্ট এবং অনলাইনে কাজ করে পড়াশোনার পাশাপাশি কিছু অতিরিক্ত টাকা ঘরে বসে ইনকাম করতে চাইছেন, তাহলে ySense.com ওয়েবসাইটটি একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন। আমার হিসেবে ঘরে বসে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার এটা একটি দারুন সাইট।

অবশই পড়ুন: Freecash.com: কিভাবে এই সাইট থেকে ইনকাম করবেন?

ySense.com কি ধরণের ওয়েবসাইট?

ySense.com হলো মূলত একটি অনলাইন রিওয়ার্ড ওয়েবসাইট যেটিকে কাজে লাগিয়ে আপনি নিজের ঘরে বসে অনলাইনে কাজ করে একাধিক উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। এখানে নানান ছোট ছোট টাস্ক বা কাজ গুলো সম্পূর্ণ করার বিপরীতে রিওয়ার্ড/টাকা দেওয়া হয়। পেইড সার্ভে সম্পূর্ণ করে আপনি ySense-থেকে সর্বাধিক রিওয়ার্ড আয় করে নিতে পারবেন।

এখানে একটি রেফারাল প্রোগ্রামও অবশই রয়েছে। মানে, সাইটটিকে আপনি অন্যান্য ব্যক্তিদের সাথে শেয়ার বা রেফার করেও প্রতিটি রেফারাল এর জন্য কিছু রেফারাল কমিশন আয় করে নিতে পারবেন। এগুলো ছাড়াও, Offers, Cashback, App Install, Games, ইত্যাদি নানান উপায়ে ySense থেকে ইনকাম করা যায়।

ySense কেন রিওয়ার্ড বা টাকা দেয়?

আসলে ySense নানান মার্কেট রিসার্চ কোম্পানি গুলোর সাথে সংযুক্ত হয়ে তাদেরসাথে একসাথে কাজ করে। মানে, এমন প্রচুর মার্কেট রিসার্চ কোম্পানিগুলো আছে যেগুলোর কাজ হলো গ্রাহক প্রতিক্রিয়া বা ফিডব্যাক প্রাপ্ত করা।

এবার, যখনই আপনি ySense থেকে ইনকাম করার জন্য এই সাইটে উপলব্ধ নানান সার্ভে, টাস্ক বা অন্যান্য অফার গুলোতে অংশগ্রহণ করে থাকেন, তখন আপনি নানান ভাবে নিজের মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে থাকেন। এতে, কোম্পানিগুলি তাদের পণ্য এবং পরিষেবাগুলোকে অধিক উন্নত করতে সাহায্য পেয়ে থাকেন।

এছাড়া, ySense হলো জনপ্রিয় GPT sites (Get Paid To) গুলোর মধ্যে একটি। তাই, ySense-এর মাধ্যমে নানান কোম্পানি গুলো তাদের পণ্য, অ্যাপস, ওয়েবসাইট, বা পরিষেবা গুলোর প্রচার চালিয়ে থাকেন। এর জন্যে ySense কোম্পানিগুলির থেকে কিছু টাকা অবশই আদায় করে থাকে। আর কোম্পানিগুলির থেকে আদায় করা টাকার থেকেই ySense এর ইউজারদের টাকা বা রিওয়ার্ড অফার করে থাকে।

আসলে, যদি ySense দ্বারা এর ইউজারদের কোনো ধরণের রিওয়ার্ড অফার না করা হয় তাহলে ইউজাররা এই সাইটে আসবেইবা কেন? তাই না? এটাই কারণ যার জন্য ySense রিওয়ার্ড বা টাকা দিয়ে থাকে।

রিলেটেড: কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করবেন?

ySense থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়?

ySense থেকে টাকা উপার্জনের নিয়ম একেবারে সোজা এবং সরল। আপনার কাছে একটি ল্যাপটপ বা স্মার্টফোন থাকলেই আপনি এই সাইটে কাজ করতে পারবেন। তবে আপনি চাইলে ySense mobile App ডাউনলোড করেও ওয়েবসাইটের মতো একই ভাবে কাজ করতে পারবেন।

১. একাউন্ট তৈরি করুন:

সবচেয়ে আগে আপনাকে ySense এর ওয়েবসাইটে ভিসিট করতে হবে এবং নিজের একটি free account তৈরি করে নিতে হবে। একাউন্ট তৈরির প্রক্রিয়া অনেকটা সোজা এবং এক্ষেত্রে শুধুমাত্র ২ থেকে ৫ মিনিটের সময় আপনার লাগবে। একাউন্ট তৈরি করার সময় আপনাকে আপনার ইমেইল আইডি এবং নিজের কিছু ব্যক্তিগত তথ্য দিতে হয়।

২. ইমেইল ভেরিফিকেশন:

যেকোনো অন্য ওয়েবসাইটে একাউন্ট তৈরি করার সময় যেভাবে আপনার দিয়ে দেওয়া ইমেইল আইডিতে একটি ভেরিফিকেশন লিংক চলে আসে এবং আপনাকে সেই লিংকে ক্লিক করে একাউন্ট ভেরিফাই করতে হয়, ySense-এর ক্ষেত্রেও ঠিক একই প্রক্রিয়া আপনাকে ফলো করতে হবে। তাই, দিয়েদেওয়া নিজের ইমেইল একাউন্ট ইনবক্সে গিয়ে ySense-এর তরফ থেকে চলেআসা ভেরিফিকেশন ইমেইলটি খুলুন এবং লিংকে ক্লিক করুন।

৩. প্রোফাইল তৈরি/এডিট:

আপনাকে নিজের প্রোফাইল ডিটেল গুলো সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে ফিলআপ করতে হবে। কেননা, ySense-এর মধ্যে আপনাকে আপনার প্রোফাইলে উপলব্ধ তথ্য গুলোর উপর ভিত্তি করে প্রাসঙ্গিক সার্ভে গুলো অফার করা হয়। তাই, নিয়মিত প্রাসঙ্গিক এবং হাই পেয়িং পেইড সার্ভে গুলো পাওয়ার জন্য নিজের প্রোফাইলটি সঠিক এবং সম্পূর্ণভাবে ফিলআপ করে রাখুন।

৪. ySense থেকে টাকা আয় করুন:

এবার সবটা হয়ে যাওয়ার পর, আপনি আপনার ySense Dashboard-টি দেখতে পাবেন। ড্যাশবোর্ড এর মধ্যে একেবারে উপরের দিকে অআপনারা Surveys, Offers এবং Cashout-এর ট্যাব দেখতে পাবেন। ySense থেকে ইনকাম শুরু করার জন্য আপনারা সরাসরি Surveys এবং Offers-এর ট্যাবে click করে পছন্দমতো অফার গুলো সম্পূর্ণ করতে পারেন।

এছাড়া, ড্যাশবোর্ড এর মধ্যে আপনারা Account Details-এর একটি সেকশন দেখবেন যেখানে আপনার নাম, টোটাল কত টাকা ইনকাম করেছেন এবং বর্তমানে ব্যালান্স কত আছে, সবটা আপনি দেখে ও জেনেনিতে পারবেন।

Ysense থেকে কি কি উপায়ে টাকা ইনকাম করা যায়?

যা আমি উপরে আগেই বলেছি, ySense হলো একটি অনেক জনপ্রিয় Get Paid To Site যেখানে Paid Survey সম্পূর্ণ করা ছাড়াও অন্যান্য নানান মাধ্যমে আপনি অর্থ উপার্জন করে নিতে পারবেন।

১. Paid Online Survey:

ySense এর মধ্যে আলাদা আলাদা কোম্পানির তরফ থেকে নানান সার্ভে গুলো প্রোভাইড করা হয়। আসলে সার্ভে গুলোর দ্বারা কোম্পানিগুলো তাদের গ্রাহকদের মতামত মতামত গুলো জেনেনিতে চান। আর তাই, একজন ySense ইউজার হিসেবে এই সার্ভে গুলোতে অংশগ্রহণ করে আপনি ySense থেকে টাকা আয় করে নিতে পারবেন।

সার্ভে সম্পূর্ণর সময় যতটা অধিক দেওয়া থাকবে এবং কোন সার্ভে কতটা জটিল, এই বিষয় গুলোর উপর নির্ভর করে আলাদা আলাদা সার্ভে গুলোর জন্য আলাদা আলাদা রিওয়ার্ড অফার করা হয়। এখানে বেশিরভাগ সার্ভে গুলোর জন্য আপনাকে সর্বনিম্ন $0.50 থেকে $3 অফার করা হয়।

২. Pay Games:

ySense-এর মধ্যে মাঝে মাঝে নানান অনলাইন গেম গুলো খেলেও টাকা ইনকামের সুযোগ দেওয়া হয়। মনে রাখবেন, এই মাধ্যমে হয়তো আপনি নিয়মিত ইনকাম করতে নাও পারে বা তেমন একটা হয়না আপনার আয় হবেনা। তবে, কিছু এক্সট্রা অর্থ উপার্জনের এটি একটি অনেক দারুন ও মজার উপায় কিন্তু বটে।

৩. Micro Tasks:

মাইক্রো টাস্ক গুলো হলো এমন কিছু কাজ যেগুলোকে অনলাইনে অনেক সহজে এবং তাড়াতাড়ি সম্পূর্ণ করা যেতে পারে। ySense-এর মধ্যেও আপনি নানান ধরণের মাইক্রো জবস গুলো দেখতে পাবেন। এই ছোট ছোট কাজ গুলো সম্পূর্ণ করার ফলে ySense আপনাকে ছোট ছোট পরিমানে রিওয়ার্ড অফার করে থাকে। ySense-এর মধ্যে উপলব্ধ কিছু মাইক্রো টাস্ক গুলো হতে পারে, Apps Download করা, Register করা, ডাটা এন্ট্রি, অনলাইন রিসার্চ এবং আরো অনেক আছে।

৪. Referral Program:

Ysense ওয়েবসাইট এর একটি রেফারাল প্রোগ্রামও রয়েছে। ওয়েবসাইটটিকে আপনি এমন যেকোনো ব্যক্তি, বা বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন যারা অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে আগ্রহী। এতে, প্রতি সফল রেফারাল এর জন্য আপনি কিছু টাকা referral income হিসেবে আয় করে নিতে পারবেন। এখানে প্রতি সফল এবং একটিভ রেফারেলের জন্য $0.10 থেকে $0.30 দেওয়া হয়।

৫. Online Offers:

Ysense-এর মধ্যে আপনি নানান online offers গুলো complete করেও অর্থ উপার্যন করতে পারবেন। যেমন ধরুন কোনো ওয়েবসাইটে আপনাকে একাউন্ট তৈরি করতে বলা হতে পারে, নতুন নতুন মোবাইল অ্যাপস কোনো নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে বলা হতে পারে, বা কোনো সার্ভিস এর জন্য সাবস্ক্রিপশন নিতে বলা হতে পারে।

এই ধরণের সোজা অনলাইন অফার গুলো গুলো সম্পূর্ণ করার জন্য ySense তার ইউজারদের টাকা দিয়ে থাকে। চিন্তা করতে হবেনা, বিজ্ঞাপনদাতারা তাদের পণ্য এবং পরিষেবা গুলোর প্রচার চালানোর জন্য Ysense-কে পেমেন্ট করে থাকে। আর সেই টাকার থেকেই ySense তার ইউজারদের রিওয়ার্ড অফার করে।

Ysense থেকে কত টাকা ইনকাম করা যাবে?

ySense থেকে আপনি কত টাকা আয় করবেন সেটা সম্পূর্ণভাবে কিছু নির্দিষ্ট বিষয় গুলোর উপর নির্ভর করবে। যেমন প্রতিদিন বা প্রতিমাসে আপনি কতটা সার্ভে, টাস্ক এবং অফার সম্পূর্ণ করছেন।

যদি আপনি ySense-এর রেফাররেল প্রোগ্রাম থেকে ইনকাম করছেন, তাহলে টোটাল কতজন ব্যক্তিকে রেফার করছেন এবং কতজন ব্যক্তি আপনার রেফারেল লিংক/কোড ব্যবহার করে ySense account তৈরি করছেন। এই নানান উপাদান গুলোর উপরে ySense ওয়েবসাইট থেকে হওয়া আপনার ইনকামের পরিমান নির্ভর করে থাকে।

আপনার ySense ইনকাম বৃদ্ধি করার কিছু কার্যকর টিপস:

ySense ওয়েবসাইট থেকে নিজের ইনকাম বৃদ্ধি করতে আপনি নিচে বলে দেওয়া এই পয়েন্ট গুলো ফলো করতে পারেন।

  • প্রতিদিন নিজের Account-এ লগইন করুন। এতে প্রতিদিন নতুন নতুন সার্ভে এবং অফার গুলো পাওয়ার সুযোগ থাকবে।
  • আপনার প্রোফাইল সম্পূর্ণভাবে ফিলআপ করুন। এতে অধিক রিলেটেড অফার গুলো আপনি পাবেন।
  • Ysense toolbar install করুন। এতে, নতুন সার্ভে বা টাস্ক উপলব্ধ হলেই আপনাকে নোটিফিকেশন এর দ্বারা জানিয়ে দেওয়া হবে।
  • Ysense Referral program-টি অবশই কাজে লাগান। এতে অন্য কোনো টাস্ক/সার্ভে না করে শুধুমাত্র রেফার করে আনলিমিটেড টাকা ইনকাম করা যেতে পারে।

ySense এর মতো কিছু অনলাইনে অর্থ উপার্জনকারী ওয়েবসাইট গুলো:

অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকামের ওয়েবসাইট প্রচুর রয়েছে। ySense এই ধরণের অনলাইন ইনকাম ওয়েবসাইট গুলোর মধ্যে একটি। যদি আপনি ySense-এর মতো অন্যান্য ইনকাম ওয়েবসাইট গুলোর বিষয়ে জেনেনিতে চাইছেন, তাহলে নিচে দিয়ে দেওয়া তালিকাটি অবশই দেখুন।

১. InboxDollars:

সার্ভে সম্পূর্ণ করা, ইন্টারনেট ব্রাউজ করা, গেম খেলার মতো কাজ গুলো করে ইনকাম করা যায়।

২. Swagbucks:

অনলাইনে অর্থ উপার্জনের একটি অনেক জনপ্রিয় ওয়েবসাইট (rewards platform) যেখানে, নানান মাইক্রো টাস্ক গুলো সম্পূর্ণ করে SB points ইনকাম করা যায়।

৩. PrizeRebel:

PrizeRebel একটি জনপ্রিয় Get Paid To Website যেখানে সার্ভে সম্পূর্ণ করা এবং ভিডিও দেখার মতো কাজ গুলো করে ইনকাম করা যায়।

৪. TimeBucks:

এখানে আপনারা নানান ধরণের অনলাইন কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। যেমন, ওয়েবসাইট টেস্ট করা, ভিডিও দেখা, অ্যাপস ইনস্টল করা, সার্ভে সম্পূর্ণ করা ইত্যাদি।

FAQ’s On How To Earn Money Online With ySense?

১. ySense থেকে ইনকাম করা টাকা কিভাবে তুলবেন?

আয় করা টাকা/রিওয়ার্ড আপনি অনেক সহজেই তুলে নিতে পারবেন। এক্ষেত্রে আপনারা PayPal, Skrill, Payoneer, এবং gift cards এর মতো অপসন গুলো ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, টাকা তুলার জন্য আপনার একাউন্টে মিনিমাম $1 থাকতে হবে।

২. ySense ব্যবহার করার জন্য কি কোন বিশেষ দক্ষতার প্রয়োজন আছে?

না, ySense ওয়েবসাইট দিয়ে অর্থ উপার্জন শুরু করতে কোন বিশেষ দক্ষতার প্রয়োজন হয়না। এক্ষেত্রে যা প্রয়োজন সেটা হলো, কিছুটা খালি সময়, ইন্টারনেট এবং একটি ল্যাপটপ বা স্মার্টফোন।

৩. ySense সাইট থেকে অর্থ উপার্জন করতে কতটা সময় লাগে?

ySense দিয়ে অর্থ উপার্জন করতে কতটা সময় লাগবে তা মূলত নির্ভর করছে আপনি কতটা ঘন ঘন সার্ভে গুলোতে এবং নিয়মিত নানান মাইক্রো টাস্ক ও অফারগুলিতে অংশগ্রহণ করছেন তার উপর। টাস্ক গুলোতে নিয়মিত অংশগ্রহণ করে আপনি ySense সাইট থেকে দ্রুত ইনকাম করতে অবশই প্রচুর সাহায্য পাবেন।

আজকে আমরা কি জানলাম?

বন্ধুরা, নিজের খালি সময়ে অনলাইনে ঘরে বসে কাজ করে টাকা ইনকাম করার ক্ষেত্রে ওয়েবসাইট প্রচুর পেয়ে যাবেন। আর সত্যি বলতে এই ইনকাম সাইট গুলোর মধ্যে ySense-এর মতো কিছু জেনুইন সাইট অবশই রয়েছে। তবে হ্যা, আমি আগেই জানিয়ে রাখছি যে, এই ধরণের ওয়েবসাইট গুলোর থেকে আপনি রাতারাতি ধনী হওয়ার মতো ইনকাম করতে পারবেননা।

হ্যা, ySense Referral Program টি কাজে লাগিয়ে অনেকেই মাসে হাজার হাজার ডলার ইনকাম করার প্রমান ইন্টারনেটে রয়েছে বটে, তবে এক্ষেত্রে একটি অনেক বড় অনলাইন ইউজার বেসের প্রয়োজন।

যদি আপনার একটি YouTube channel, Blog বা Social Media Page আছে, তাহলে সেখানে নিজের referral link/code শেয়ার করে ySense রেফারেল প্রোগ্রাম থেকে আপনি প্রচুর ইনকাম করার সম্ভাবনা রয়েছে। এমনিতে, এই ওয়েবসাইটে উপলব্ধ সার্ভে বা অন্যান্য মাইক্রো জব গুলো সম্পূর্ণ করা শুধুমাত্র কিছুটা হাত খরচ আয় করার সম্ভাবনা রয়েছে।

সে যাই হোক, আশা করছি আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের অবশই পছন্দ হয়েছে। মনে রাখবেন, আমাদের ব্লগে বলা বা রিভিউ করা যেকোনো ধরণের ইনকাম সাইট, অ্যাপ এবং প্লাটফর্ম গুলোর বিষয়ে আমরা ইন্টারনেট থেকেই রিসার্চ করে লিখে থাকি। তাই প্রত্যেকটি তথ্য সঠিক নাও হতে পারে। তাই আমার পরামর্শ এটাই থাকছে যে যেকোনো ধরণের ইনকাম ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করার আগে নিজের তরফ থেকে খানিকটা যাচাই অবশই করে নিবেন।

অবশই পড়ুন: রেফার করে টাকা ইনকাম করার সেরা অ্যাপস

Leave a Comment