PollPe App কি? সার্ভে পূরণ করে, টাস্ক করে এবং গেম খেলে ইনকাম

Pollpe app দিয়ে সার্ভের প্রশ্নের উত্তর দিয়ে টাকা ইনকাম কিভাবে করবেন? আজকের আমাদের আর্টিকেলের মূল বিষয়টি হলো এই নিয়ে। তাই, যদি আপনি নিজের মোবাইল দিয়ে সার্ভে পূরণ করে, গেম খেলে এবং অন্যান্য ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে চাইছেন, তাহলে চলে এসেছেন সঠিক জায়গাতে। এখানে আমরা এমন একটি মোবাইল অ্যাপ এর বিষয়ে বলবো যেখানে সার্ভে সম্পূর্ণ করে ইনকাম করার পাশাপাশি নানান ছোট ছোট কাজ করে আয় করা যেতে পারে।

“বেশি জ্ঞান দিস না!” এমনটা অনেক সময়েই বন্ধু মহলে শোনা যায়। আপনার সঙ্গেও যদি এমনটা হয়ে থাকে, মন খারাপ করবেন না। কারণ, আপনি হয়তো নিজের ক্ষমতার প্রয়োগ ভুল জায়গায় করছেন। অনেকেই জানেন না, জ্ঞান দিয়ে অর্থাৎ মতামত দিয়েও টাকা আয় করা যায়। শুনতে আজব লাগলেও, অনলাইনে টাকা ইনকাম করাটা খুব একটা অসম্ভব নয়। কীভাবে আয় করা যায় ভাবছেন? পড়ুন এই প্রতিবেদন। 

এখানে যে অ্যাপের নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হল পোলপে অ্যাপ (PollPe App)। বাড়িতে বসে এই অ্যাপে নিজের মতামত জাহির করে, প্রশ্নের উত্তর দিয়ে, নানান রকমের টাস্ক কমপ্লিট করে খুব সহজেই টাকা আয় করতে পারা যায়। কীভাবে টাকা আয় করবেন, কীভাবে টাকা তুলবেন, এই সমস্ত প্রশ্ন মনে নিশ্চয়ই উঠছে। চলুন দেরি না করে এই অ্যাপ সংক্রান্ত তথ্য বিশদে জেনে নেওয়া যাক। 

অবশই পড়ুন: InCash app কি? কিভাবে এই অ্যাপ থেকে ইনকাম করবেন

PollPe App কি (What Is PollPe app?

PollPe home page to earn

PollPe অ্যাপটি মূলত একধরণের সার্ভে রিওয়ার্ড অ্যাপ। হাতে ফোন নিয়ে টাকা আয় করতে চাইলে PollPe দারুণ একটা বিকল্প হতে পারে। আসলে এখানে আপনি একটি সম্পূর্ণ ফ্রি একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

ব্যাস, এবার এই অ্যাপ এর মধ্যে আপনাকে নিয়মিত কিছু পোল বা সার্ভে অফার পাশাপাশি অ্যাপ ডাউনলোড, একাউন্ট রেজিস্টার, গেম খেলা ইত্যাদির মতো নানান অফার গুলো দিয়ে দেওয়া হয়। অফার গুলোকে সঠিক ভাবে সম্পূর্ণ করতে পারলে, PollPe আপনাকে কিছু কয়েন্স (coins) রিওয়ার্ড হিসেবে আয় করার সুযোগ দিবে।

প্রতিটি সার্ভে সম্পূর্ণ করতে কতটা সময় লাগবে এবং সেই সার্ভে সম্পূর্ণ করার পর রিওয়ার্ড হিসেবে কত coins আপনাকে দেওয়া হবে, সেটা শুরুতেই জানিয়ে দেওয়া হবে। প্রতিটি সার্ভে সম্পূর্ণ করে আপনি কতটা coins পাবেন সেটা উপলব্ধ সার্ভের ধরণ এবং সার্ভে সম্পূর্ণ করতে কতটা বেশি সময় লাগবে, এই দুটি উপাদানের উপর নির্ভর করে। PollPe অ্যাপের মাধ্যমে টাকা আয় করা খুব একটা কঠিন ব্যাপার না।

শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকলেই হল। ব্যাস! পোলে অংশগ্রহণ করে, মতামত দিয়ে, টাস্ক কমপ্লিট করে, অ্যাপটি রেফার করে এমনকি গেম খেলেও আয় করে নিতে পারবেন অনলাইনে কিছু অতিরিক্ত টাকা।

PollPe App দিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন?

অন্যান্য টাকা ইনকামের অ্যাপে শুরুতে কিন্তু শূন্য কয়েন পয়েন্টস দেওয়া হয়। কোনো কোনোটাতে অল্প দেওয়া হলেও পরিমাণ খুব  একটা বেশি হয় না। সাধারণত বিভিন্ন রকমের টাস্ক কমপ্লিট করলে তবেই বেশি পয়েন্ট আর্ন করতে পারা যায়।

কিন্তু এই অ্যাপে সাইন আপ করার পরে রেফারেল কোড দিয়ে ঢুকলে কোন টাস্ক কমপ্লিট না করেই ১০০ কয়েন বা পয়েন্ট পাওয়া যায়। এছাড়াও জেমস উইথড্র করেও টাকা পাওয়া যায়। PollPe অ্যাপ থেকে এরপরে আর কোনভাবে কয়েন বা টাকা পাওয়া যায়? ধাপে ধাপে তা নিচে বর্ণনা করা হল। 

১. Today’s Poll/Poll Now:

PollPe todays poll to earn money

PollPe অ্যাপ এর হোম স্ক্রীনে টুডেজ় পোল (Today’s Poll) বলে একটি অপশন দেখতে পাওয়া যাবে। এই অপশনেই ‘পোল নাও’ (Poll Now) বাটনের দেখা মেলে। এই বাটনে ক্লিক করলে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। সেই প্রশ্নের উত্তর ভুল হোক বা ঠিক হোক দিতে হবে। দিলেই পয়েন্ট পাওয়া যাবে।

চিন্তা করতে হবেনা, শুরুতে আপনাকে অনেক সাধারণ প্রশ্ন গুলো করা হবে। যেমন, আপনার নাম কি, আপনার জন্মের তারিখ কি, কি কাজ করেন ইত্যাদি। এই সাধারণ প্রশ্নের উত্তর দিলেই আপনি ৫০ থেকে ১০০ কয়েন সরাসরি পেয়ে যাবেন।

এক্ষেত্রে আমাকে ৭৬ কয়েন দেওয়া হয়েছে। এছাড়া, প্রতিদিন অন্যান্য নানান ধরণের সহজ প্রশ্নের উত্তর দিয়ে মোটামোটি ১০-১০০ কয়েন আয় করতে থাকতে পারবেন।  

২. Lucky Wheel:

PollPe Lucky wheel to earn money

PollPe অ্যাপ থেকে আরও কয়েন ইনকাম করতে হলে খেলতে হবে ‘লাকি হুইল’ (Lucky Wheel)। এর জন্য পোলপে অ্যাপের হোম পেজ থেকে সরাসরি ট্যাপ করতে হবে Lucky Wheel ট্যাবে। এরপরে সংশ্লিষ্ট অপশন দেখতে পেলে ক্লিক করে নিয়ে ‘সোয়াইপ টু স্পিন’ (Swipe to Spin) বাটনে ট্যাপ করতে হবে। ট্যাপ করতেই হুইল ঘুরতে লেগে যাবে।

জানিয়ে রাখি, একদিনে ১০ বার ফ্রীতে ঘুরানোর সুযোগ পাওয়া যাবে। মনে রাখবেন, লাকি হুইল দ্বারা কয়েন ইনকাম করতে হলে আপনাকে কমেও একটি অফার/টাস্ক অন্তত কমপ্লিট করতেই হবে।

৩. Daily Streak:

PollPe Daily Streak to earn money

ডেলি স্ট্রিক সিস্টেম অনুযায়ী, প্রত্যেকদিন এই অ্যাপে এসে টাস্ক কমপ্লিট করলে ফ্রীতে কয়েন মেলে। এক্ষেত্রে প্রত্যেকদিন ডেলি স্ট্রিক সেকশনে ক্লিক করলে ১০টি কয়েন পাওয়া যাবে।

নিয়মিত স্ট্রিক কমপ্লিট করলে সপ্তম দিনে মিলবে মেগা রিওয়ার্ড (Mega Reward)। এই রিওয়ার্ডের দৌলতে অতিরিক্ত টাকা ইনকামের সুযোগ পাওয়া যাবে। Daily Streak থেকে আপনি সর্বোচ্চ ৭৫০ পর্যন্ত কয়েন আয় করে নিতে পারবেন।  

৪. Playtime:

PollPe play games and earn money

গেম খেলতে ভালোবাসলেও পোলপে দিচ্ছে অনলাইনে গেম খেলে টাকা ইনকামের দারুণ সুযোগ। এর জন্যে ক্লিক করতে হবে ‘প্লে টাইম’ (Playtime) অপশনে। এই অপসন আপনি PollPe app-এর হোম পেজের মধ্যে দেখতে পাবেন। এক্ষেত্রে খানিকটা স্ক্রল করে নিচে এসে দেখতে হবে।

Playtime-এর মধ্যে ক্লিক করার পরে ‘পারমিট ইউসেজ অ্যাক্সেস’ (Permit Usage Access) অন করতে হবে। করা হয়ে গেলে গেম খেলতে হবে ও পয়েন্ট আর্ন করতে হবে। আপনি উপলব্ধ গেম গুলো যত অধিক সময় ধরে খেলবেন আপনাকে সেই হিসেবে কয়েন গুলিও বাড়িয়ে দেওয়া হবে।

৫. Earn More Rewards:

PollPe earn more reward option

গেম খেলা হয়ে গেলে, হুইল স্পিন করা হয়ে গেলে ও স্ট্রিক কমপ্লিট করা হয়ে গেলে PollPe অ্যাপ এর মধ্যে রয়েছে আরও টাকা আয়ের সুযোগ। অ্যাপ এর হোম পেজ থেকে ‘আর্ন মোর রিওয়ার্ডস’ (Earn More Rewards) সেকশনে গেলে BitLabs, Ayet, Youmi, Adgate, Pollfish-এর মতো একাধিক অপশন পাওয়া যাবে।

এগুলোতে এক এক করে ক্লিক করে টাস্ক কমপ্লিট করলে পাওয়া যাবে একাধিক কয়েন। আয় করা এই সমস্ত পয়েন্ট গুলোকেই পরে গিয়ে রিয়েল টাকায় কনভার্ট করে নিজের ব্যাঙ্ক একাউন্টে তুলে নিতে পারবেন।

এই ধরণের অফার গুলোতে মূলত অ্যাপ ডাউনলোড করা, ওয়েবসাইটে রেজিস্টার করা, অ্যাপ ব্যবহার করা এবং গেম খেলার মতো কাজ গুলো করতে হয়। টাস্ক গুলো সম্পূর্ণ করে আপনি হাজার হাজার কয়েন শুধুমাত্র একটি টাস্ক সম্পূর্ণ করেই আয় করতে পারবেন। PollPe অ্যাপ থেকে অধিক কয়েন ইনকাম করতে হলে এই Earn more reward সেকশনটি আপনার অনেক কাজে লাগবে।

৬. Taskpe Offers:

PollPe taskpe offers

PollPe অ্যাপ এর হোম স্ক্রিনেই রয়েছে TaskPe Offers নামের একটি সেকশন। TaskPe offers-এর সামনে থাকা view all অপশনে ক্লিক করে আপনি উপলব্ধ নানান হাই ইনকাম অফার গুলো দেখতে পাবেন।

এই অফার গুলোতে মূলত একাউন্ট রেজিস্টার করা এবং অ্যাপ ইনস্টল করার মতো কাজ গুলো করতে হয়। এই ধরণের বেশিরভাগ অফার গুলোতেই ৩০০ থেকে ৬০০০ কয়েন পর্যন্ত রিওয়ার্ড হিসেবে দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

৭. Download and Earn:

পোলপে অ্যাপ (PollPe) দিচ্ছে ডাউনলোড করে টাকা ইনকামের সুযোগ। এই সেকশনে গেলে তালিকায় পাওয়া যাবে একাধিক অ্যাপ। উল্লেখিত ধাপ অনুসরণ করে উপলব্ধ অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করলেই পয়েন্ট জমা হবে ওয়ালেটে। 

৮. Refer and Earn:

Refer PollPe app and earn money

বন্ধুদেরকে এই PollPe অ্যাপ রেফার করলেও মিলবে টাকা আয়ের সুযোগ। এক্ষেত্রে PollPe অ্যাপ থেকে ‘রেফার’ (Refer) ট্যাবে গিয়ে রেফারেল কোড (Referral Code) কপি করতে হবে এবং সেটা বন্ধুকে পাঠাতে হবে।

এই কোড ব্যবহার করে আপনার কোনো বন্ধু অ্যাপে অ্যাকাউন্ট ওপেন করলেই রিওয়ার্ড হিসেবে আপনি পাবেন ২০০ কয়েন এবং আপনার বন্ধু পাবেন ১০০ কয়েন। এক্ষেত্রে আপনি আনলিমিটেড লোকেদের কাছে এই অ্যাপ রেফার করে আনলিমিটেড কয়েন বা টাকা ইনকাম করে নিতে পারবেন।

রিলেটেড: Freecash.com থেকে কিভাবে ইনকাম করবেন?

PollPe অ্যাপ থেকে ইনকাম করা টাকা কিভাবে তুলবেন?

PollPe অ্যাপ থেকে ইনকাম করা কয়েন গুলোকে আপনি রিয়েল টাকা হিসেবে তুলে নিতে পারবেন। এক্ষেত্রে কয়েন গুলোকে সরাসরি UPI এর দ্বারা নিজের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। UPI ছাড়াও আপনি Google Play Credit, Gift Card, ইত্যাদি নানান মাধ্যমে কয়েন গুলো redeem করতে পারবেন।

Withdraw money from pollpe app

এক্ষেত্রে আপনাকে PollPe অ্যাপ এর একেবারে নিচের দিকে থাকা “রিওয়ার্ড” (Reward) ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে স্ক্রীনে “Redeem Coins” লেখা একটি সেকশন দেখতে পাওয়া যাবে। এই সেকশনের অধীনে নিম্নলিখিত অপশনগুলো থাকতে পারে। 

        ১. Paytm – মিনিমাম ১০ টাকা (১৪০০ কয়েন) এবং সর্বোচ্চ ৫০০ টাকা (৫০৪০০ কয়েন) তুলতে পারবেন।

        ২. Google Gift – মিনিমাম ১০ টাকা (১১০০ কয়েন) এবং সর্বোচ্চ ১০০ টাকা (১০০০০ কয়েন) তুলতে পারবেন।

        ৩. Amazon Gift – মিনিমাম ১০ টাকা (১১০০ কয়েন) এবং সর্বোচ্চ ১০০ টাকা (১০০০০ কয়েন) তুলতে পারবেন।

        ৪. Flipkart – ১০০ টাকা (১০০০০ কয়েন) তুলতে পারবেন।

        ৫. Zomato – ৫০০ টাকা (৫০০০০ কয়েন) তুলতে পারবেন।

উল্লিখিত অপশনগুলোর মধ্যে পছন্দসই উপযুক্ত অপশনে ক্লিক করে কয়েন রিডিম করে টাকা পাওয়া যাবে। 

PollPe অ্যাপ কিভাবে Download এবং Install করবেন?

সরাসরি গুগল প্লে স্টোর (Google Play Store)-এ গিয়ে সার্চ বারে “PollPe App” লিখে সার্চ করলেই অ্যাপটি দেখতে পারবেন। অ্যাপ এর মধ্যে click করে সরাসরি অ্যাপটি ডাউনলোড করতে পারেন। অথবা কেউ কোনো রেফারেল লিঙ্ক পাঠিয়ে থাকলে সেই লিংকে ক্লিক করেও অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করতে পারেন।

পোলপে অ্যাপ (PollPe App) ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপ ওপেন করে নিয়ে রেজিস্টার করার জন্য sign in/signup করতে হবে। এর জন্য আপনি গুগলের জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।

Sign up with Google

আগে থেকে এই অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করা থাকলে সাইন ইন (Sign In)-এ ক্লিক করতে হবে। অপরদিকে, নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে সাইন আপ (Sign Up)-এ ক্লিক করতে হবে এবং সঠিক ও বৈধ জিমেল আইডি ব্যবহার করে সাইন আপের কাজ শেষ করতে হবে। 

এরপরে আপনাকে একটি বৈধ মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে একটি ওটিপি (OTP) যাবে। সেই ওটিপি ফাঁকা স্থানে বসিয়ে ভেরিফাই করতে হবে। তারপরে জন্মদিন, তারিখ ও সাল বসিয়ে ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে পরবর্তী ধাপে এগোতে হবে। যদি আপনার কাছে একটি রেফারেল কোড থাকলে, তাহলে সেটা বসিয়ে সাবমিট করতে হবে।

অবশই পড়ুন: কিভাবে ছবি বিক্রি করে টাকা ইনকাম করবেন?

Leave a Comment