ফুল-টাইম জব বা দিনের মূল কাজের ফাঁকে অনেকেই আবার অনলাইন মাধ্যমে সাইড ইনকাম করার উপায় গুলো খুঁজে থাকেন। অল্প অতিরিক্ত ইনকামের জন্য করা এই কাজগুলো অনেক সময়েই দিনের অনেকটা সময় ও শরীরের অনেকটা এনার্জি দখল করে বসে থাকে। যার ফলে কাজের ফাঁকে আরামের মুহূর্ত খোঁজা দুর্বিষহ ব্যাপার হয়ে ওঠে। তবে অনলাইন মাধ্যমে কিছু এক্সট্রা টাকা ইনকাম করার বিষয়টা মোটেও অসম্ভব ব্যাপার নয়।
কারণ অনলাইনে টাকা ইনকাম করার এমন বেশ কিছুই অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে অল্প সময় ব্যয় করেই টাকা ইনকাম করা সম্ভব। এই প্রকৃতির অ্যাপের মধ্যে কোনোটা বেশ জটিল হয়, তো কোনোটা বেশ সরল। কিছু কিছু অ্যাপে তো আবার শুধুমাত্র গেম খেলে বা ভিডিও দেখেও অর্থ উপার্জনের সুযোগ দেওয়া হয়।
তবে আপনি যদি জটিলতার কারণে এই ধরণের অ্যাপ থেকে দূরে থেকে থাকেন, তাহলে জানিয়ে রাখি Banana Bucks নামক অ্যাপটি আপনার চিন্তা দূর করতে পারে। অনলাইনে পেইড সার্ভে সম্পূর্ণ করে ইনকাম করার এই অ্যাপ এর সহজ ইন্টারফেস আপনার মুশকিল আসান করে দিতে পারে। কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে টাকা আয় করবেন, কীভাবে টাকা তুলবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর একে একে এই বিশেষ প্রতিবেদনে দেওয়া হল।
Banana Bucks App কি?

Google Play Store-এর মধ্যে টাকা আয় করার জন্য একাধিক অ্যাপ রয়েছে। এদেরই মধ্যে একটি হল বানানা বাক্স্ অ্যাপ (Banana Bucks App)। এই অ্যাপে মূলত ছোট ছোট সার্ভেতে অংশগ্রহণ করে রিওয়ার্ড হিসেবে টাকা পাওয়া যায়।
প্রথমবারের জন্য অ্যাপে লগইন করার পর সেখানে আপনারা দুটো সহজ সার্ভে অফার পাবেন। Intro Survey এবং Profile Survey। এই দুটো সহজ সার্ভে সম্পূর্ণ করেই $1 + $0.50 = $1.5 আয় করে নিতে পারবেন।
তাই, যদি আপনি অনলাইনে সার্ভে পূরণ করে টাকা ইনকাম করতে চাইছেন, সেক্ষেত্রে এই অ্যাপ আপনার কাজে আসবে। সার্ভে ছাড়াও নানান রকমের গিফ্ট কার্ড ও ক্যাশ অফার তো আছেই।
কোনো ধরণের বিনিয়োগ ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপের একজন সদস্য হওয়া যায়, এক্ষেত্রে আপনাকে একটা টাকাও দিতে হয় না। এই অ্যাপের তরফে ইউজার কমপক্ষে ১ ডলার টাকা পাবেনই। আর এই গ্যারেন্টি দেয় স্বয়ং বানানা বাক্স্ অ্যাপ।
খুশির খবর হল, Banana Bucks App-এ সর্বোচ্চ আয়ের কোনো সীমা নেই। অর্থাৎ এক্ষেত্রে অ্যাপ ইউজাররা যত ইচ্ছা তত বেশি আয় করতে পারেন। তবে মনে রাখবেন, ১ ডলার হলেই কিন্তু মোটেই টাকা তোলা যাবে না। এই অ্যাপের ক্ষেত্রে ওয়ালেটে ন্যূনতম ব্যালেন্স ৫ ডলার হতে হবে।
Banana Bucks App কিভাবে Download এবং Install করবেন?
বন্ধুদের দ্বারা পাঠানো রেফারেল লিঙ্কে ক্লিক করে Banana Bucks App ডাউনলোড ও ইন্সটল করা যায়। এছাড়াও গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ট্যাপ করে অ্যাপটির নাম কী বোর্ড দিয়ে টাইপ করলেই তা সাজেশনে দেখাবে। অ্যাপটি সামনে এলেই Install-এ ক্লিক করে Banana Bucks App-টি ফোনে ইন্সটল করে নিতে হবে।
Banana Bucks App-এ অ্যাকাউন্ট ওপেন করবেন কীভাবে?
অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে অ্যাপের নামের উপর ট্যাপ করে অ্যাপটি ওপেন করতে হবে। এরপরে সামনে সাইন আপ (Sign Up) ও লগ ইন (Log in) বলে দুটো অপশন দেখতে পাওয়া যাবে। নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে সাইন আপ এবং পুরোনো অ্যাকাউন্টেই ঢুকতে গেলে লগ ইনে ট্যাপ করতে হবে।
সাইন আপ (Sign Up) বাটনে ক্লিক করার পরে ফাঁকা স্থানে বৈধ ইমেল আইডি দিতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে অ্যাপটিতে পাসওয়ার্ড সেট করতে হবে ও তা কনফার্ম করতে হবে।
নির্দেশ অনুযায়ী পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে ইউজারের দেওয়া ইমেল আইডিতে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এই কোড অ্যাপের ফাঁকা স্থানে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে সামনেই দেখা যাবে অ্যাপটির ড্যাশবোর্ড। এবার চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক।
স্টেপ ১.

সবচেয়ে আগে Google Play Store থেকে Banana Bucks App ডাউনলোড করে ওপেন করুন।
স্টেপ ২.

অ্যাপ ডাউনলোড করে ওপেন করার সাথে সাথে আপনারা একটি Welcome পেজ দেখবেন যেখানে Welcome লেখার নিচে লেখা থাকবে Complete Surveys To Earn Money।
নিচেই একটি Sign Up বাটন দেখবেন। সরাসরি Sign Up বাটনে click করুন।
স্টেপ ৩.

এবার সবথেকে আগেই আপনাকে আপনার ইমেইল একাউন্ট দিতে বলা হবে। সরাসরি নিজের ইমেইল আইডি দিয়ে নিচে NEXT-এর মধ্যে click করুন।
স্টেপ ৪.

এবার আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলা হবে। আপনি নিজের পছন্দমতো যেকোনো পাসওয়ার্ড সেট করে NEXT বাটনে click করলেই হবে।
স্টেপ ৫.

আপনাকে ভেরিফিকেশন কোড দিতে বলা হবে। চিন্তা করতে হবেনা, আপনি যেই ইমেইল আইডি দিয়েছেন সেই আইডির ইনবক্সে Banana Bucks-এর তরফ থেকে একটি মেসেজ চলে যাবে। সেই মেসেজেই থাকবে আপনার ভেরিফিকেশন কোড। সরাসরি কোড টি দেখে পেস্ট করে দিন।
স্টেপ ৬.

ব্যাস, এবার আপনার banana bucks account তৈরি হয়ে যাবে। এবার সরাসরি You’ve joined Banana Bucks লেখার নিচে Continue-তে click করলেই অ্যাপ এর ড্যাশবোর্ড দেখতে পাবেন।
Banan Bucks App থেকে ইনকাম কিভাবে করবেন?
ইন্টারনেটে উপলব্ধ অন্যান্য টাকা আয়ের অ্যাপ গুলোতে মূলত গেম খেলা, ডাউনলোড করা সহ একাধিক রকমের টাস্ক দেওয়া হয়ে থাকে। যার ফলে বহু মানুষের কাছেই তা জটিল মনে হতে পারে। ফলস্বরূপ, অনেকেই অ্যাপগুলো ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করেন।
Banana Bucks App-এ এই সবের কোনো ঝামেলা নেই। এর ইন্টারফেস খুবই পরিষ্কার ও গুছানো প্রকৃতির। এখানে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে, অ্যাপটি ওপেন করলে সামনে সার্ভের অপশন জ্বলজ্বল করতে দেখা যাবে। সরাসরি সার্ভের উত্তর দিতে থাকুন এবং ইনকাম করতে থাকুন।
কীভাবে এই সার্ভে অফারের অংশ হয়ে রিওয়ার্ড পাওয়া যাবে, তা নিম্নে জানানো হল।
সার্ভে অফার্স (Survey Offers):

স্ক্রীনে একদম উপরের দিকে “New Survey For You”। এর নিচেই বেশ কয়েকটি সার্ভের দেখা মিলবে। পাশেই লেখা থাকবে নির্ধারিত টাকার পরিমাণ (যদিও তা ডলার হিসাবে লেখা থাকবে)। উপলব্ধ ও পছন্দসই সার্ভেতে ক্লিক করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি সার্ভে পিছু টাকা পে করবে Banan Bucks।
সার্ভে অপশনে ট্যাপ করলে নতুন পেজে “Continue to Survey” বাটন দেখতে পাওয়া যাবে। এই বাটনে ক্লিক করার পরে অ্যাপের প্রাইভেসি পলিসি (Privacy Policy)-তে সম্মতি (Accept) জানাতে হবে। সার্ভে কমপ্লিট হলেই নির্ধারিত রিওয়ার্ড অনুযায়ী টাকা পাওয়া যাবে।
নির্দিষ্ট সময় অন্তর রিফ্রেশ করলে আবার নতুন রকমের সার্ভে অফার দেখতে পাওয়া যাবে। এইগুলো খেলতে থাকলে ওয়ালেটে বেশ কয়েক ডলার জমে যাবে, যা একসময় রিডিম করতে পারা যাবে। এবার, ন্যূনতম কত টাকা থাকলে তা ক্যাশ হিসাবে তোলা যাবে? এই প্রশ্ন নিশ্চয়ই মাথায় ঘুরছে। চিন্তা নেই, এই প্রশ্নের উত্তরও আজকের প্রতিবেদনেই দেওয়া হল।
লোকেশন ভিত্তিক পুশ নোটিফিকেশন:

সার্ভেতে অংশগ্রহণ করা বাদে পুশ নোটিফিকেশনের মাধ্যমেও টাকা আয় করা যায়।
পুশ নোটিফিকেশন থেকে টাকা আয় করতে চাইলে লোকেশন ট্যাবে যেতে হবে। সেখানে গেলে দেখতে পাওয়া যাবে, যে এর মাধ্যমে 0.05 ডলার টাকা আয় করা সম্ভব। উল্লেখ্য, স্ক্রীনে থাকা পুশ নোটিফিকেশন ও লোকেশন অ্যাক্সেস দুটোই অন করতে হবে। একটাও অফ থাকলে পয়েন্ট পাওয়া যাবে না।
Well Written Response:
সার্ভেতে অংশগ্রহণ করা শুরু করলে সার্ভের ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানতে পারা যায়। এই সার্ভের অধীনে শুধুমাত্র অপশন বাছার সুযোগ দেওয়া হয় না, নিজের মতো করে উত্তর দেওয়ারও সুযোগ দেওয়া হয়। সঠিকভাবে রেসপন্স করার টাস্ক কমপ্লিট করলে টাস্ক শেষে পয়েন্ট পাওয়া যায়।
Refer and Earn:

বন্ধুদের কাছে এই অ্যাপ রেফার করলে মেলে রিওয়ার্ড। অন্য কোনো বন্ধুর রেফারেল লিঙ্ক ব্যবহার করে অ্যাপ ডাউনলোড করলে মিলবে কিছু রিওয়ার্ড এবং নিজের পাঠানো লিঙ্ক থেকে কেউ অ্যাপ ডাউনলোড করলেও ওয়ালেটে জমা পড়বে ৫ ডলার। নিজের Banana Bucks App রেফারেল লিংক পেতে সরাসরি প্রোফাইল অপশনে গিয়ে Refer a Friend বাটনে click করুন। এতেই আপনি নিজের রেফারেল লিংক কপি করার অপসন পেয়ে যাবেন।
How to redeem points?

Banana Bucks App থেকে টাকা তোলার প্রক্রিয়া খুবই সহজ। মূলত তিন উপায়ে টাকা তোলা যায়। এগুলো হল – পে পাল (Pay Pal), অ্যামাজন (Amazon), ভিসা (Visa) প্রভৃতি। জানিয়ে রাখি, উল্লিখিত তিন অপশন ছাড়া গিফ্ট কার্ডও আছে। ওই কার্ড ব্যবহার করে জমানো পয়েন্ট রিডিম করা সম্ভব।
মনে রাখবেন, Banana Bucks App থেকে টাকা শুধুমাত্র তখন তোলা যাবে যখন আপনার একাউন্টে টোটাল $5 ইনকাম সম্পূর্ণ হয়ে যাবে। মানে, এই app-থেকে মিনিমাম $5 তোলা যাবে।
উল্লেখ্য, টাকা তোলার সময়ে পে-পাল ব্যবহার করলে টাকা ট্রান্সফার হতে ১-২ দিন সময় লাগতে পারে। কারোর কারোর ক্ষেত্রে এই অপেক্ষা আরও কয়েকটা দিন বাড়তে পারে। তবে, যা আপডেটই হোক না কেন, অ্যাপের তরফে সবকিছুই অ্যাপের মধ্যে জানিয়ে দেওয়া হয়।
আমার শেষ কথা,
তাহলে বন্ধুরা, যদি আপনারা অনলাইন সার্ভের উত্তর দিয়ে টাকা ইনকাম করতে চাইছেন, সেক্ষেত্রে Banana Bucks App-টি একবার অবশই ব্যবহার করে দেখতে পারেন। সার্ভে পূরণ করে ইনকাম করার এই অ্যাপটি অনেকেই ব্যবহার করেছেন এবং অনলাইনে এর ভালো ভালো এবং পসিটিভ রিভিউও দেখা গিয়েছে।
এছাড়া, এই অ্যাপ এর মধ্যে যেই পেইড সার্ভে গুলো চলে আসে সেগুলোতে রিওয়ার্ড এর পরিমাণও অধিক দেওয়া হয়। তবে জানিয়ে রাখছি যে, এই অ্যাপ আমি নিজে ব্যবহার করে দেখিনাই। তাই, অ্যাপটি আপনার কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
অবশই পড়ুন: