How To Earn Money From Google: বর্তমান সময়ে Google কিন্তু শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন হয়েই থাকেনি। গুগলের সার্চ ইঞ্জিন ছাড়াও এর নানান tools এবং platforms গুলো রয়েছে যেগুলোকে যদি সঠিক ভাবে কাজে লাগানো যায়, তাহলে অবশই এর দ্বারা অনলাইন আয়ের একটি লাভজনক উৎসও তৈরি করা যেতে পারে। সত্যি বলতে আমি নিজেই গুগল থেকে গত ৬-৭ বছর থেকে টাকা ইনকাম করে চলেছি, আর এর প্রমান আজকের এই আর্টিকেলের মধ্যে আমি আপনাদের অবশই দিয়ে দিবো।
Google থেকে টাকা ইনকাম করার উপায় অনেক আছে। আর এই উপায় গুলোকে কাজে লাগিয়ে প্রচুর ব্যক্তিরা প্রতি মাসে ঘরে বসে কাজ করে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা আরামে ইনকাম করে নিচ্ছেন। অনেকেই আবার গুগল থেকে মাসে লক্ষ লক্ষ টাকাও ইনকাম করে নিতে পারছেন। তাহলে চলুন, আর দেরি না করে আমাদের এই আর্টিকেলটি শুরু করা যাক। চলুন এবার আমরা গুগল থেকে টাকা আয় করার প্রত্যেকটি উপায়ের বিষয়ে একে একে জেনেনি।
অবশই পড়ুন: ySense.com কি? কিভাবে এই সাইট থেকে ইনকাম করবেন?
Google থেকে ইনকাম করার কার্যকর উপায় গুলো:
নিচে আমি যেই উপায় গুলোর বিষয়ে বলবো সেগুলো বিশ্বজুড়ে লোকেরা ব্যবহার করছেন এবং অনলাইনে গুগল থেকে নিয়মিত অর্থ উপার্জন করে নিচ্ছেন। তবে মনে রাখবেন, যেকোনো অন্য কাজের মতোই এখানেও আপনাকে নিয়মিয়তা বজায় রেখে সচিক ভাবে ও সঠিক কৌশল গুলোকে ফলো করে কাজ করতে হবে। শুরুতে কষ্ট হলেও, সময় লাগলেও, আপনাকে রেগুলার কাজ করতে থাকতে হবে।
১. Google AdSense থেকে ইনকাম:

Google থেকে ইনকাম করার সব থেকে জনপ্রিয় এবং কার্যকর উপায় গুলোর মধ্যে একটি হলো Google AdSense। আসলে গুগল এডসেন্স হলো গুগল দ্বারা নিয়ন্ত্রিত একটি পরিষেবা যেখানে একজন ব্লগার বা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করে নিতে পারবেন। যদি আপনার একটি blog বা website আছে, তাহলে সেই ওয়েবসাইটটিকে নিজের এডসেন্স একাউন্টে অ্যাড করতে হবে।
এখন আপনি হয়তো ভাবছেন যে ইনকাম হবে কিভাবে তাই তো? ধর্য্য ধরুন, সবটাই আপনাকে বুঝিয়ে বলবো।
যদি Google AdSense দ্বারা আপনার website/Blog site-টি approve করে দেওয়া হয়, তাহলে এবার আপনার ওয়েবসাইটের মধ্যে গুগল এডসেন্সের তরফ থেকে কিছু বিজ্ঞাপন দেখানো হবে। এক্ষেত্রে, ভিডিও এড, লিংক এড বা ইমেজ এড গুলো আপনার সাইটে দেখানো হয়।
গুগল দ্বারা আপনার ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপন গুলোতে যত অধিক clicks এবং impressions হবে, আপনি ততই অধিক টাকা ইনকাম করবেন। মনে রাখবেন, Google AdSense থেকে অধিক ইনকাম করতে আপনার blog site বা website-এ আপনাকে নিয়মিত হাই কোয়ালিটি কনটেন্ট গুলো পাবলিশ করতে থাকতে হবে।
AdSense থেকে ইনকাম করতে আপনার যা যা জানা দরকার:
- আপনার একটি Blog/Website থাকতেই হবে।
- আপনার ওয়েবসাইটে প্রতিদিন কমেও ৫০০ থেকে ১০০০ ভিসিটর আসতে হবে।
- ওয়েবসাইটে যত অধিক ট্রাফিক/ভিসিটর্স থাকবে ইনকাম ততটাই বাড়বে।
- এডসেন্স দ্বারা আপনার ওয়েবসাইট এপ্রুভ হলেও ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো হবে।
- ওয়েবসাইটের বিষয়, কনটেন্ট এবং ট্রাফিক কোয়ালিটি, এডসেন্স ইনকামের উপর প্রভাব ফেলতে পারে।
- Google AdSense থেকে মাসে লাখ টাকাও ইনকাম করা যেতে পারে, তবে ধর্য্য ধরে নিয়মিত কাজ করতে হয়।
- আমি নিজেই গুগল এডসেন্স থেকে গত ৬-৭ বছর থেকে ডলারে টাকা ইনকাম করে চলেছি।
২. YouTube Monetization থেকে ইনকাম:
যদি আপনি হাই কোয়ালিটি ভিডিও কনটেন্ট গুলো তৈরি করতে জানেন, এনগেজিং ভিডিও তৈরি করার কৌশল আপনার মধ্যে থেকে থাকে, সেক্ষেত্রে নিজের একটি YouTube Channel তৈরি করে YouTube Partner Program থেকেও আপনি ইনকাম করতে পারবেন। অবশই, YouTube কিন্তু Google-এর দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত একটি পরিষেবা।
একবার আপনার ইউটিউব চ্যানেলে মোট ৪০০০ ঘন্টার ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইবার হয়ে গেলে এবার আপনি YouTube Partner Program-এর জন্য apply করতে পারবেন। এতে, আপনার প্রতিটি উপযুক্ত ভিডিও গুলোতে বিজ্ঞাপন দেখানো হবে এবং আপনি Ad Revenue income করতে পারবেন।
ভিডিওতে বিজ্ঞাপন দেখানো ছাড়াও নিজের ইউটিউব চ্যানেল থেকে sponsored content এবং channel memberships এর মাধমেও অর্থ উপার্জন করতে পারবেন। YouTube-এ সফলতা পাওয়ার জন্য আপনার চ্যানেলে হাজার হাজার subscribers এবং ভিডিওতে প্রচুর views এর প্রয়োজন হবে। তাই ইউটিউবে সফলতা পেতে আকর্ষক এবং মূল্যবান বিষয়বস্তু/ভিডিও তৈরি করতে ফোকাস করুন।
এছাড়া আপনার ভিউয়ার্সরা আপনার চ্যানেলে কি ধরণের ভিডিও কনটেন্ট দেখতে আগ্রহী সেই বিষয়ে আপনাকে বিশেষ নজর দিতে হবে। এগুলোর বাইরেও, আপনাকে নিয়মিয়তা বজায় রেখে রেগুলার নতুন নতুন ভিডিও কনটেন্ট গুলো আপলোড করতে থাকতে হবে। এতে, তাড়াতাড়ি নিজের subscriber base বৃদ্ধি করতে সাহায্য পাবেন।
YouTube থেকে ইনকাম করতে আপনার যা যা জানা দরকার:
- আপনার একটি YouTube channel অবশই থাকতে হবে।
- আপনি নিজের রুচি এবং পছন্দমতো যেকোনো বিষয়ে চ্যানেল তৈরি করতে পারবেন।
- ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে Partner Program-এর জন্য এপলাই করতে হবে।
- YouTube Partner Program-এর জন্য apply করতে চ্যানেলে মিনিমাম ১০০০ থাকতেই হবে।
- রেগুলার নতুন নতুন ভিডিও কনটেন্ট গুলো আপলোড করতে থাকতে হবে।
- শুরুতে কষ্ট হলেও একবার চ্যানেল সেট হয়ে গেলে মাসে ২০ থেকে ৫০ হাজার আরামে ইনকাম করা যায়।
৩. Google Opinion Rewards থেকে ইনকাম:
যদি আপনি শুধুমাত্র কিছু ক্লিক করে বা কিছু সহজ প্রশ্নের উত্তর দিয়ে Google থেকে সহজেই অর্থ উপার্জন করে নিতে চাইছেন, তাহলে Google Opinion Rewards-এ অংশগ্রহণ করে দেখতে পারেন। গুগল প্লে স্টোরে গিয়ে এই app সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অ্যাপটিতে মূলত আপনাকে নানান উপলব্ধ সার্ভে গুলো সম্পূর্ণ করতে হয়।
প্রতিটি সার্ভে সঠিকভাবে সম্পূর্ণ করতে পারলে এখানে আপনাকে $0.10 থেকে $1.00 প্রতি সার্ভের জন্য দেওয়া হবে। সঠিক ভাবে সম্পূর্ণ করা প্রতিটি সার্ভের জন্য আপনাকে reward হিসেবে দেওয়া হবে Google Play credits। আপনি যদি আয় করা reward গুলোকে নিজের bank account-এ তুলে নিতে চান, সেক্ষেত্রে PayPal এর অপসন ব্যবহার করতে পারবেন।
Google Opinion Rewards-এর সাথে রিলেটেড জরুরি তথ্য:
- Google Opinion Rewards account-এ মিনিমাম $2 জমা হলে গুগল সরাসরি আপনার PayPal একাউন্টে টাকা পাঠিয়ে দিবে।
- সম্পূর্ণ করা প্রতিটি সার্ভের জন্য আপনাকে $0.10 থেকে $1.00 দেওয়া হবে।
- যখনই কোনো সার্ভে উপলব্ধ হবে, আপনাকে নোটিফিকেশনের দ্বারা জানিয়ে দেওয়া হবে।
- নিয়মিত সার্ভে গুলো গ্রহণ করতে হলে, প্রতিটি সার্ভে একেবারে সততার সাথে এবং সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ করুন।
- এখানে আপনি আপনার গুগল একাউন্ট ব্যবহার করে একটি ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিতে পারবেন।
৪. Google Play Store থেকে আয় করুন: (Apps/Games):
যদি আপনার coding বা Game development রিলেটেড জ্ঞান ও কৌশল গুলো আছে তাহলে আপনি নিজের কোনো Mobile app বা Mobile Game তৈরি করে সেটিকে Google Play Store-এর মধ্যে জমা দিয়েও প্রচুর টাকা গুগল থেকে ইনকাম করতে পারবেন।
যদি আপনার মোবাইল অ্যাপটি প্রচুর লোকেরা ডাউনলোড করে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি in-app purchases, in-app-advertising, sponsorship, subscription, ইত্যাদি নানান উপায়ে নিয়মিত প্যাসিভ ইনকাম করতে থাকতে পারবেন।
যেকোনো অ্যাপ থেকে টাকা ইনকাম করার সব থেকে সোজা এবং সুবিধাজনক উপায় গুলোর মধ্যে একটি হলো, অ্যাপ এর মধ্যে ডিসপ্লে বিজ্ঞাপন দেখানো। আর এখত্রেও আপনি Google-এর AdMob প্লাটফর্মটি ব্যবহার করে নিজের অ্যাপ বা গেম গুলোতে নানান ধরণের বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন।
রিলেটেড: সেরা কয়েকটি রেফার করে টাকা ইনকাম করার অ্যাপস
গুগল প্লে স্টোর থেকে টাকা ইনকাম করার ধাপ গুলো:
১. গুগল ডেভেলপার একাউন্ট তৈরি:
সবচেয়ে আগেই আপনাকে একটি Google Developer Account তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনাকে Google Play Console-এর সাইটে গিয়ে নিজের একাউন্ট তৈরি করতে হয়। মনে রাখবেন, এক্ষেত্রে আপনাকে $25 ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফী দিতে হয়।
২. জরুরি তথ্য প্রদান করুন:
নিজের প্রতিটি জরুরি তথ্য গুলো যেমন, ইমেইল আইডি, ডেভেলপার এর নাম, পেমেন্ট তথ্য, ইত্যাদিগুলো সঠিক ভাবে জমা দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
৩. নিজের এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করুন:
যদি আপনি নিজেই একজন app developer সেক্ষেত্রে নিজের পছন্দমতো একটি mobile app বা game তৈরি করে নিন। তবে, যদি কোডিং রিলেটেড কোনো ধরনের জ্ঞান বা অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে আপনি কোনো app developer হায়ার করে তাদেরকে কিছু টাকা দিয়ে নিজের মতো করে app তৈরি করিয়ে নিতে পারবেন।
ইন্টারনেটে এমন নানান mobile app builder ওয়েবসাইট/প্লাটফর্ম গুলো রয়েছে যেগুলোতে কোনো ধরণের কোডিং না করে শুধুমাত্র ড্র্যাগ এন্ড ড্রপ করেই অ্যাপ তৈরি করা যায়। এই ধরণের কিছু ওয়েবসাইটের নাম হলো – Andromo, AppsGeyser, thunkable.com, এবং আরো অনেক আছে।
৪. কি কি উপায়ে ইনকাম করবেন?
নিজের মোবাইল অ্যাপ থেকে ইনকাম করার জন্য আপনি কি কি উপায়গুলো কাজে লাগাবেন সেই বিষয়ে ভাবুন। এক্ষেত্রে, In-App Purchase, Ads, Subscriptions, বা যেকোনো অন্যান্য উপায় গুলোকে কাজে লাগাতে পারেন।
৫. APK আপলোড করুন:
এবার সব শেষে আপনাকে নিজের mobile app-এর APK ফাইলটি গুগল প্লে স্টোরে (Google Play Console) আপলোড করে পাবলিশ করতে হবে। মনে রাখবেন, শুধুমাত্র APK ফাইল আপলোড করলেই চলবেনা, আপনাকে নিজের app-এর জন্য উপযুক্ত title, description, এবং screenshots গুলিও আপলোড করতে হবে।
৬. নিজের অ্যাপ থেকে ইনকাম করুন:
শেষে, যখন আপনার mobile app-টি সফলভাবে প্লে স্টোরে লিস্ট এবং উপলব্ধ হয়ে যাবে, এবার জেকেও গুগল প্লে স্টোরে গিয়ে আপনার app-টি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। যত অধিক লোকেরা আপনার অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করবেন, ততটাই অধিক ইনকামও আপনি নানান মাধ্যমে করতে পারবেন।
৫. Google AdWords এবং SEO মার্কেটিং থেকে আয়:
বর্তমান সময়ে প্রত্যকেই প্রত্যেকের ব্যবসা গুলোকে অনলাইন মাধ্যমে প্রচার করতে প্রচুর আগ্রহী। এক্ষেত্রে আপনার কাছে যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড নলেজ এবং দক্ষতা থাকে, তাহলে আপনি Google AdWords এবং SEO পরিষেবা গুলো অফার করে নানান কোম্পানি এবং ব্র্যান্ড গুলোর থেকে টাকা চার্জ করতে পারবেন। বিশ্বাস করুন, এমন প্রচুর ব্র্যান্ড এবং কোম্পানি আছে যারা তাদের কোম্পানি/ব্র্যান্ড এর অনলাইন প্রচার চালাতে এই ধরণের পরিষেবা গুলো খোঁজেন।
এক্ষেত্রে সব থেকে চাহিদায় থাকা কাজটি হলো, ক্লায়েন্টদের জন্য Google AdWords ad campaigns গুলো তৈরি ও অপ্টিমাইজ করা। এভাবে আপনি একজন দক্ষ freelance marketer এবং SEO consultant হিসেবে প্রচুর টাকা নিয়মিত আয় করে নিতে পারবেন।
গুগল থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা আয় করা যাবে?
যদি আপনি গুগল থেকে মাসে ৫০ হাজার আয় করার কথা ভাবছেন, তাহলে আপনাকে ইনকামের সঠিক উপায় গুলোকে কাজে লাগিয়ে সঠিক কৌশল এবং প্রয়োজন মতো সময় বিনিয়োগ করে কাজ করতে হবে।
যা আমি আগেই বলেছি, Google AdSense, YouTube monetization এবং Google Play Store-এ app publish করার মতো বিভিন্ন আয়ের উপায় গুলো গুগল আমাদের অফার করে। তবে মনে রাখতে হবে যে, প্রতিটি আলাদা আলাদা আয়ের উপায় গুলোর জন্য কিছু নির্দিষ্ট দক্ষতার এবং স্মার্ট ওয়ার্ক এর প্রয়োজন।
আপনি যদি অনলাইনে খানিকটা রিসার্চ করে দেখেন তাহলে পাবেন যে, YouTube, Google AdSense, Google Play Store, এই প্লাটফর্ম গুলোকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে হাজার হাজার লোকেরা প্রতিমাসে শুধুমাত্র ৫০ হাজার কেন, মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করে নিচ্ছেন। তবে আমি যা আগেই বলেছি, এক্ষেত্রে ধারাবাহিক প্রচেষ্টা এবং সৃজনশীলতার প্রয়োজন।
যদি আমি আমার কথা বলি, তাহলে আমি নিজেই Google AdSense থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা ইনকাম করেছি। এর প্রমান আমি আমার এই আর্টিকেলে আপনাদের সাথেও শেয়ার করেছি। মনে রাখবেন, যদি আপনার কাছে সঠিক কৌশল গুলো আছে, তাহলে আপনি গুগলের নানান প্লাটফর্ম গুলোকে কাজে লাগিয়ে ২০ থেকে ৫০ হাজার টাকা আরামে আয় করে নিতে পারবেন।
FAQ’s On How To Earn Money From Google:
গুগল এডসেন্স হলো গুগল দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত একটি প্লাটফর্ম যেটিকে কাজে লাগিয়ে একজন ব্লগার বা ইউটিউবার তাদের ওয়েবসাইট বা প্লাটফর্মে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জনের সুযোগ পান। আপনি সম্পূর্ণ ফ্রীতে একটি এডসেন্স একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
YouTube monetization হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ইউটিউব ক্রিয়েটর হিসেবে আপনি নিজের চ্যানেলে আপলোড করা ভিডিও গুলোর থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার চ্যানেলে কমেও ১০০০ সাবস্কাইবার এবং ৪০০০ ঘন্টার ওয়াচ টাইম সম্পূর্ণ হওয়া দরকার।
যদি আপনি একজন ব্লগার বা যদি আপনার একটি ব্লগ সাইট আছে তাহলে আপনি Google AdSense-এ নিজের ব্লগ সাইটটি যুক্ত করে এপ্রুভাল নিয়ে নিজের ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন। Google AdSense আপনার ব্লগে ডিসপ্লে, টেক্সট, ইমেজ এবং ভিডিও বিজ্ঞাপন গুলো দেখিয়ে থাকে।
Google থেকে ইনকাম করার কিছু প্রমাণিত এবং কার্যকর উপায়গুলো হলো, Google এডসেন্স, YouTube Monetization, Google Play Store, Google AdMob, Google Opinion Rewards, ইত্যাদি।
আজকে আমরা কি শিখলাম?
গুগল থেকে ইনকাম করার যেই উপায় গুলোর বিষয়ে আমি আজকের এই আর্টিকেলের মধ্যে বলেছি এগুলো অনেকেই কাজে লাগিয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন। একটি ব্লগ সাইট তৈরি করে সেখানে এডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব। তবে এক্ষেত্রে আপনাকে হাই কোয়ালিটি এবং SEO optimized ব্লগ আর্টিকেল লিখার কৌশল গুলো জানতে হবে।
এছাড়া, ভিডিও তৈরি করার কৌশল জানা থাকলে YouTube চ্যানেল তৈরি করেও মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। এক কথায় বলতে, গুগল এর নানান প্লাটফর্ম গুলোকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করাটা অবশই সম্ভব। তবে এক্ষেত্রে আপনার সঠিক কৌশল, নিয়ম এবং রোডম্যাপ গুলো জানা থাকতে হবে।
গুগল থেকে টাকা আয়ের উপায়গুলো নিয়ে লিখা আমাদের আজকের আর্টিকেলটি কেমন লাগলো? নিচে কমেন্ট করে অবশই জানাবেন। এছাড়া আর্টিকেলের সাথে রিলেটেড কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন।