বর্তমানের এই ডিজিটাল যুগে অনলাইনে কিছু এক্সট্রা টাকা ইনকাম করার প্রচুর উপায় গুলো আপনারা পাবেন। যদি আপনি এমন একজন ব্যক্তি যার কাছে কিছুটা হলেও খালি সময় আছে, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার কাজে অবশই লাগবে। কেননা, আজকের এই আর্টিকেলের মধ্যে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো যেই অ্যাপে আপনি নানান ধরণের ছোট ছোট কাজ এবং অফার গুলো সম্পূর্ণ করে অর্থ উপার্জনের সুযোগ পাবেন।
তাহলে চলুন আর দেরি না করে নিচে আমরা সরাসরি জেনেনেই, InCash app কি এবং এই app দিয়ে কি কি উপায়ে টাকা ইনকাম করা যাবে (How To Earn Money With InCash App)।
অবশই পড়ুন: অনলাইনে কাজ করে ইনকাম করার ওয়েবসাইট গুলো
InCash App কি (What Is InCash Mobile App)?
InCash হলো এমন একটি mobile app যেটাকে মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে একজন ইউজার নানান ধরণের টাস্ক এবং অফার গুলোকে সম্পূর্ণ করে রিওয়ার্ড পয়েন আয় করতে পারেন। এটা সম্পূর্ণভাবে free money earning app যেখানে একজন ইউজার রিয়েল টাকা ইনকাম করতে পারেন।
এই অ্যাপ থেকে আয় হওয়া রিওয়ার্ড পয়েন্ট গুলোকে ইউজাররা নিজের পছন্দমতো, UPI, mobile recharge, Gift Card, Crypto, ইত্যাদি নানান উপায়ে তুলে নিতে পারবেন। Google Play Store থেকে App-টিকে ১০ লক্ষ থেকেও অধিক ইউজারদের দ্বারা ডাউনলোড করা হয়েছে।
App Name: | InCash App |
Google Play Rating: | 4.3 |
Total Download: | 1,000,000+ |
Requires Android: | 7.0 |
কিভাবে InCash অ্যাপ থেকে ইনকাম করবেন?
InCash app থেকে টাকা ইনকামের উপায় নানান রয়েছে। আপনি আপনার পছন্দমতো যেকোনো উপায় কাজে লাগাতে পারেন। চলুন নিচে ইনকামের প্রতিটি একে একে জেনেনেই।
১. অফার সম্পূর্ণ করা:

InCash থেকে টাকা ইনকাম করার মূল উপায়টি হলো অ্যাপে উপলব্ধ নানান অফার গুলোকে সম্পূর্ণ করা। এই অফার গুলোর মধ্যে মূলত রয়েছে, সার্ভে সম্পূর্ণ করা, নানান প্রমোশনাল ভিডিও গুলো দেখা, নতুন নতুন অ্যাপ এবং ওয়েবসাইট গুলোতে রেজিস্টার করা ও সেগুলো ব্যবহার করা ইত্যাদি।
মনে রাখতে হবে যে, এই আলাদা আলাদা ধরণের অফার গুলোকে সম্পূর্ণ করতে আলাদা আলাদা পরিমান সময় লাগতে পারে। এছাড়া, প্রতিটি অফার সম্পূর্ণ করে কতটা রিওয়ার্ড পয়েন্ট পাবেন সেটাও আলাদা আলাদা অফার বা টাস্ক এর উপর নির্ভর করবে। তবে সবটা আপনাকে অফার পেজে দেখিয়ে দেওয়া হবে।
কিভাবে অফার সম্পূর্ণ করবেন:
- InCash app-টি ওপেন করে Home পেজে প্রবেশ করুন।
- শুরুতেই, play & win, survey offers, Games, এবং নানান অফার গুলো দেখতে পাবেন।
- পছন্দমতো অফার গুলো সিলেক্ট করুন এবং দিয়ে দেওয়া নির্দেশ মতো টাস্ক সম্পূর্ণ করুন।
- অফারে ক্লিক করলেই পরের পেজে অফারের সাথে রিলেটেড সম্পূর্ণ তথ্য দিয়ে দেওয়া হবে।
- অফার সম্পূর্ণ করে কত টাকা পাবেন এবং কি কি করতে হবে সবটাই দেওয়া থাকবে।
- সরাসরি Start Task এর মধ্যে click করে টাস্ক শুরু করুন।
২. ডেইলি চেক-ইন করা:

InCash app-এর মধ্যে daily check-in rewards এর একটি অপসন রয়েছে। মানে app-টিতে প্রতিদিন লগইন করলেই আপনাকে রিওয়ার্ড হিসেবে দেওয়া হবে কিছু কয়েন। ডেইলি চেক-ইন রিওয়ার্ড পয়েন্ট গুলো অনেক সামান্য পরিমানে দেওয়া হয় যদিও, ছোট ছোট পরিমানে প্রতিদিন জমা হওয়া এই কয়েন গুলো শেষে গিয়ে বড় রিওয়ার্ড পয়েন্টে পরিণত হবে।
৩. স্পিন করে বা চাকা ঘুরিয়ে ইনকাম করুন:

InCash app এর মধ্যে spin & win এরও একটি অপসন রয়েছে যেখানে আপনি স্পিন করে বা চাকা ঘুরিয়েও কিছুটা এক্সট্রা টাকা বা কয়েন আয় করে নিতে পারবেন। কিছু নির্দিষ্ট সময় পর পর (প্রায় ৬ ঘন্টা পর) আপনি এই spin & win-এর মধ্যে অংশগ্রহণ করে রান্ডম ক্যাশ প্রাইজ আয় করে নিতে পারবেন।
সত্যি বলতে এটা সম্পূর্ণভাবে আপনার কপালের উপর আপনি কতটা কয়েন বা রিওয়ার্ড স্পিন করে আয় করবেন। তবে এটা সম্পূর্ণভাবে ফ্রি এবং এর দ্বারা কিচুটা এক্সট্রা বোনাস রিওয়ার্ড তো আয় করাই যাবে।
স্পিন করে ইনকাম করার ধাপ গুলো:
- InCash app-এর মধ্যে login করুন।
- Home-এর ট্যাবে একেবারে উপরের দিকে Spin & Win এর অপসন দেখবেন।
- Spin & Win এ ক্লিক করেLet’s Spin এর বাটনে click করে নিজের লাক ট্রাই করুন।
মনে রাখবেন, স্পিন করে ইনকাম করার জন্য আপনাকে সবচেয়ে আগে অন্তত একটা নরমাল টাস্ক সম্পূর্ণ করতে হবে। শুধুমাত্র তারপর spin unlock হবে।
৪. রেফার করে ইনকাম করুন:

InCash অ্যাপ থেকে টাকা আয়ের সব থেকে লাভজনক উপায় গুলোর মধ্যে একটি হলো, ‘রেফার করে ইনকাম করা‘। App-এর মধ্যে আপনি পাবেন একটি রেফারেল প্রোগ্রাম। এক্ষেত্রে আপনাকে দেওয়া হবে একটি ইউনিক রেফারাল কোড।
এবার, আপনি চাইলে নিজের InCash referral link বা code-টি নিজের বন্ধু এবং অন্যান্য ব্যক্তিদের সাথে শেয়ার করতে পারবেন। যখনই কোনো ব্যক্তি আপনার শেয়ার করা রেফারাল লিংক বা কোড ব্যবহার করে InCash app-টি ডাউনলোড করে মোবাইলে install করবেন, আপনাকে দেওয়া হবে রেফারেল কমিশন।
Incash app-এ রেফার করে আয় করুন:
- InCash app-এর মধ্যে লগইন করুন।
- App-এর মধ্যে থাকা অপসন গুলোর মধ্যে থেকে Refer অপশনে click করুন।
- এবার আপনি Refer & Earn এর একটি পেজ দেখবেন।
- এই পেজেই আপনি আপনার রেফারেল লিংক, লিংক শেয়ার অপসন এবং রেফারেল কোড পেয়ে যাবেন।
- সরাসরি referral code-টি কপি করে নিয়ে নিজের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন।
- আপনার রেফার করা ব্যক্তিরা যখন ৩টি টাস্ক/অফার সম্পূর্ণ করবেন, তখন আপনাকে রেফারেল ইনকাম দেওয়া হবে।
- রেফারেল কমিশন হিসেবে আপনি আপনার রেফারেল দ্বারা আয় করা টাকার ৫০% কমিশন হিসেবে পাবেন।
৫. গেম খেলে ইনকাম করুন:

যদি আপনি নিজের মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার একটি ভালো অ্যাপ খুঁজছেন, তাহলে অবশই InCash app-টিকে কাজে লাগাতে পারবেন। এখানে Play & Earn এর একটি অপসন রয়েছে যেখানে click করলেই আপনার সামনে চলে আসবে প্রচুর গেমস। দেখিয়ে দেওয়া এই আলাদা আলাদা গেম গুলো খেলে আপনি আলাদা আলাদা পরিমান রিওয়ার্ড পয়েন্ট বা টাকা ইনকাম করতে পারবেন।
InCash app-এ গেম খেলে ইনকাম করুন:
- সবচে আগে Incash app-এর মধ্যে লগইন করুন।
- Home page-এ সবচে উপরে Play & Earn এর অপসন দেখবেন।
- Play & Earn এর মধ্যে click করলেই দেখবেন প্রচুর গেম গুলো।
- পছন্দমতো যেকোনো একটি গেমে ক্লিক করুন।
- গেমটি খেলে সর্বোচ্চ কত টাকা আয় করা যাবে সেটা দেখিয়ে দেওয়া হবে।
- Start Task-এ ক্লিক করুন এবং নিজের মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করুন।
- বেশিরভাগ গেমিং অফার গুলো সম্পূর্ণ করে ১০০ থেকে ২০০০ পর্যন্ত IC coins আয় করা যায়।
মনে রাখবেন, InCash থেকে শুধুমাত্র গেমটি ডাউনলোড করে মোবাইলে ওপেন করলেই কিন্তু আপনাকে টাকা দেওয়া হবেনা। গেমটি ডাউনলোড করে খেলতেও হবে। এছাড়া বেশিরভাগ গেম গুলোর ক্ষেত্রে, যখন আপনি বলে দেওয়া কিছু নির্দিষ্ট লেভেলে পৌঁছে যাবেন শুধুমাত্র তখনই আপনাকে reward points দেওয়া হবে।
৬. অ্যাপ ডাউনলোড করে ইনকাম করুন:

InCash অ্যাপ থেকে টাকা ইনকাম করার জন্য আপনার এই অ্যাপে উপলব্ধ নানান অফার গুলোকে সম্পূর্ণ করতে হবে। আর এই অফার গুলোর মধ্যে রয়েছে কিছু download & earn অফার।
ইনক্যাশ অ্যাপে এর হোম পেজে দেখিয়ে দেওয়া নানান অফার গুলোর মধ্যেই আপনাকে দেখিয়ে দেওয়া হবে নানান অ্যাপ ডাউনলোড অফার গুলো। আপনি চাইলে উপলব্ধ filter অপশনটিতে গিয়ে One step-এর মধ্যে click করে নানান download offers গুলো সরাসরি খুঁজতে পারবেন।
অ্যাপ ডাউনলোড করে রিওয়ার্ড ইনকাম:
- ইনক্যাশ অ্যাপে লগইন করুন এবং হোম পেজে প্রবেশ অরুন।
- হোম পেজের মধ্যে একেবারে উপরে থাকা Filter অপসন গুলো ব্যবহার করে ডাউনলোড অফার গুলো খুজুন।
- ডাউনলোড অফার গুলোতে Download and Earn লেখা থাকবে।
- পছন্দমতো অফারে click করে এবং Start Task এর মধ্যে click করুন।
মনে রাখবেন, পছন্দমতো ডাউনলোড অফারে ক্লিক করার পর, কোন অ্যাপ ডাউনলোড করতে হবে, অ্যাপ ডাউনলোড করার পর কি করতে হবে এবং টাস্ক সম্পূর্ণ হওয়ার পর আপনাকে কত টাকা বা IC point অফার করা হবে, সেটা আগেই দেখিয়ে দেওয়া হবে। বেশিরভাগ অ্যাপ ডাউনলোড অফার গুলো সম্পূর্ণ করে ৫ থেকে ৫০ এর মধ্যে IC coins আয় করা যায়।
রিলেটেড: ySense কি? কিভাবে এই সাইট থেকে ইনকাম করবেন
IC coins/points কি?
InCash app-এর মধ্যে যখনই আপনি কোনো অফার বা টাস্ক সঠিক ভাবে সম্পূর্ণ করবেন, আপনাকে রিওয়ার্ড হিসেবে দিয়ে দেওয়া হয় কিছু IC coins বা points। সোজাভাবে বললে এই IC কয়েন গুলো হলো মূলত আপনাকে দিয়ে দেওয়া রিওয়ার্ড ইনকাম যেগুলোকে আপনি নানান উপায়ে redeem করে নিতে পারবেন।
টাস্ক বা অফার সম্পূর্ণ করে আয় করা IC coins গুলোকে আপনি PayPal বা UPI দ্বারা রিয়েল টাকাতে কনভার্ট করে তুলে নিতে পারবেন। এছাড়া, Gift Card এবং Mobile Recharge হিসেবেও পয়েন্ট গুলোকে redeem করা যাবে।
- PayPal-এর ক্ষেত্রে $1 = 858.76 IC points.
- UPI-এর ক্ষেত্রে ৫ টাকা = 50 IC points.
- UPI-এর ক্ষেত্রে ৩০ টাকা = 300 IC points.
- 10 টাকা Google Play Gift Code = 100 IC points.
কিভাবে ডাউনলোড/ইনস্টল করবেন InCash earning app?



InCash earning app ডাউনলোড করার জন্য আপনাকে কোথাও যেতে হবেনা। আপনি সরাসরি Google Play Store-এর মধ্যে গিয়ে InCash app লিখে সার্চ করলেই অ্যাপটি দেখতে পাবেন। এছাড়া আমাদের দিয়ে দেওয়া লিংক থেকেও আপনি অ্যাপটি সরাসরি মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
- সবচে আগে InCash অ্যাপটি মোবাইলে ডাউনলোড করুন।
- অ্যাপ ওপেন হওয়ার সাথে সাথে আপনারা Signin/Signup এর অপসন দেখবেন।
- I have read and agreed to InCash-এর মধ্যে সিলেক্ট করুন।
- Link Google বা Use mobile number, পছন্দমতো অপসন সিলেক্ট করুন।
- এবার আপনার গুগল আইডি বা মোবাইল নম্বর দিয়ে একাউন্ট তৈরি করে নিন।
ইনক্যাশ অ্যাপ থেকে টাকা কিভাবে তুলবেন?


একবার আপনার InCash app account এর মধ্যে যথেষ্ট পরিমান IC coins জমা হয়ে যাবে, এবার আপনি অনেক সহজে নানান উপায়ে নিজের ইনকাম করা রিওয়ার্ড গুলোকে তুলে নিতে পারবেন। InCash app-এর মধ্যে একাধিক withdrawal options আপনি পেয়ে যাবেন।
যেমন ধরুন, PayPal, UPI, Gift Card, এবং Mobile Recharge। আলাদা আলাদা পেমেন্ট অপসন গুলোর ক্ষেত্রে minimum withdrawal threshold আলাদা আলাদা হতে পারে।
- সবচে আগে InCash app-এ লগইন করুন।
- App-এর একেবারে উপরে দেখানো Wallet Balance অপশনে click করুন।
- আপনার একাউন্টে কত IC coins আছে আপনি দেখতে পারবেন।
- Wallet Balance-এর নিচে থাকা Redeem Now-এর অপশনে click করুন।
- এবার আপনি Redeem Store-এর একটি ট্যাব দেখবেন।
- UPI, Gift Card, Talktime বা PayPal, পছন্দমতো অপসন সিলেক্ট করুন।
- এভাবে আপনি নিজের আয় করা টাকা InCash app থেকে তুলতে পারবেন।
InCash থেকে মিনিমাম কত টাকা তুলতে পারবেন?
- UPI পেমেন্ট এর ক্ষেত্রে মিনিমাম ৫ টাকা বা ৫০ IC পয়েন্ট।
- Gift Card এর ক্ষেত্রে মিনিমাম ৫ টাকা বা ৫০ IC পয়েন্ট।
- TalkTime এর ক্ষেত্রে মিনিমাম ১০ টাকা বা ১০০ IC পয়েন্ট।
- PayPal এর ক্ষেত্রে মিনিমাম $0.25 বা 214.69 IC points।
InCash অ্যাপ থেকে কত টাকা ইনকাম করা যাবে?
InCash থেকে আপনি সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারবেন সেটা সম্পূর্ণ ভাবে আলাদা আলাদা ফ্যাক্টর বা উপাদান গুলোর উপর নির্ভর করে থাকে। আপনি প্রতিদিন অ্যাপে প্রবেশ করছেন কি না কি পরিমানে টাস্ক গুলো সম্পূর্ণ করছেন, কি ধরণের টাস্ক সম্পূর্ণ করছেন, ইত্যাদি।
এখানে আপনি সার্ভে সম্পূর্ণ করার থেকে শুরু করে অ্যাপ ডাউনলোড করা, গেম খেলা, রেফার করা এবং নানান ছোট ছোট কাজ গুলো করে কম বেশি আলাদা আলাদা পরিমানে IC points রিওয়ার্ড হিসেবে আয় করতে পারেন।
তাই আপনি কি ধরণের কাজ সম্পূর্ণ করে প্রতি টাস্কের বিপরীতে কতটা IC points আয় করছেন, সেটার উপর নির্ভর করছে আপনার ইনকাম। এমনিতে এই ধরণের টাকা ইনকাম করার অ্যাপ গুলোর থেকে কোনো নির্দিষ্ট পরিমান অর্থ উপার্জন হয়না যদিও, এখান থেকে মোটামোটি ৫০ টাকা থেকে ৫০০ টাকা অবশই আয় করা যাবে।
মনে রাখবেন, InCash অ্যাপ থেকে হওয়া আপনার ইনকাম মূলত, অ্যাপে উপলব্ধ অফার এবং কি পরিমানে অফার গুলো সম্পূর্ণ করছেন সেটার উপর নির্ভর করে থাকে।
InCash অ্যাপ থেকে অধিক ইনকাম কিভাবে করবেন?
ইনক্যাশ অ্যাপ থেকে অধিক রিওয়ার্ড পয়েন্ট আয় করার জন্য আপনারা আমি নিচে বলে দেওয়া এই টিপস গুলোকে ফলো করতে পারেন।
- নিয়মিয়ত বজায় রাখুন এবং প্রতিদিন অ্যাপে লগইন করে টাস্ক সম্পূর্ণ করুন।
- InCash রেফার করে অধিক ইনকাম করা যাবে। তাই যতটা অধিক সম্ভব লোকেদের কাছে অ্যাপটি রেফার করুন।
- চেষ্টা করবেন যাতে হাই রিওয়ার্ড দেয় এমন অফার গুলোকে সম্পূর্ণ করা যেতে পারে।
- সার্ভে সম্পূর্ণ করা এবং গেম খেলার মতো কাজ গুলো করুন। এই ধরণের অফার রেগুলার পাবেন।
- App-এর নোটিফিকেশন চালু রাখুন। এতে নিয়মিত নতুন অফার গুলোর বিষয়ে ছোট করে জানা যাবে।