কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করবেন? (৮ টি ওয়েবসাইট)

কিভাবে অনলাইনে ছবি বিক্রি করা যায় এবং নিয়মিত ইনকাম করা যায়? অনলাইনে ছবি বিক্রি করে আয় করাটা কি সত্যি সম্ভব? যদি হ্যা, তাহলে এই মাধ্যমে ইনকামের কার্যকর উপায়গুলো কি কি? আজকের এই আর্টিকেলের মধ্যে আপনারা অনলাইন মাধ্যমে ছবি বিক্রি করে টাকা আয় করার সম্পূর্ণ কার্যকর উপায় এবং প্রক্রিয়াগুলির বিষয়ে বিস্তারিত জেনেনিতে পারবেন।

বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই কাছে প্রায় ৮ থেকে ১০ হাজারের স্মার্টফোন তো অবশই থেকে থাকে। আর আমাদের মধ্যে বেশিরভাগ স্মার্টফোন ইউজাররাই কিন্তু নিজের মোবাইল দিয়ে ছবি তুলতে পছন্দ করে থাকি। আবার এদের মধ্যেই এমন কিছু সংখ্যক লোকেরা থাকছেন যারা নিজের মোবাইল দিয়েই প্রফেশনাল ভাবে ছবি গুলো তুলতে জানেন।

মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে সুন্দর সুন্দর ছবি গুলো তুলতে জানলেও, মোবাইল দিয়ে তোলা ছবি গুলোকে বিক্রি করে ইনকাম করাটা খানিকটা অসম্ভব বিষয় হয়ে দাঁড়ায়। তবে এর মূল কারণ হলো, অফলাইন মার্কেটে ছবি কেনা-বেচা করার প্রচলন বর্তমানে অনেকটাই কম। আর আপনার তোলা ছবিগুলো অফলাইনে কারো কাজেও লাগবেনা।

তাই আমার হিসেবে, ফটোগ্রাফি করে ইনকাম করার সব থেকে অধিক কার্যকর মাধ্যমটি হলো অনলাইন মাধ্যম। নিজের মোবাইল বা DSLR দিয়ে তোলা High Quality Images গুলোকে আপনি অনলাইনে নানান মাধ্যমে বিক্রি করে নিয়মিত ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। ইন্টারনেটে এমন প্রচুর ব্যক্তি রয়েছেন যারা টাকা দিয়ে আপনার ছবি গুলোকে কিনে নিবেন এবং সেই ছবি গুলোকে তারা নিজের brand, product, website, blog, ইত্যাদিতে ব্যবহার করে থাকেন।

আজকের আর্টিকেলের মধ্যে আমি আপনাদের সাথে এমন সেরা কয়েকটি Best Photo Selling Website গুলো নিয়ে আলোচনা করবো যেগুলোতে আপনি আপনার ছবি গুলোকে অধিক দামে বিক্রি করিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করবেন?

বর্তমান সময়ে, ফটোগ্রাফি করে ইনকাম করার জন্য একজন ফটোগ্রাফার হিসেবে আপনাকে ছবি বিক্রি করার নানান কৌশল গুলিও জেনে রাখতে হবে। শুধুমাত্র ভালো ভালো এবং হাই কোয়ালিটি ছবি তুলতে জানলেই কিন্তু কাজ চলবেনা।

যা আমি উপরে আগেই বলেছি, অফলাইন বাজারে যেকোনো ধরণের ছবি বিক্রি করাটা বর্তমান সময়ে একটি অসম্ভব কাজ হয়ে দাঁড়ায়। এতে, অফলাইন বাজারে ছবি গুলো বিক্রি করে অনেক সামান্য ইনকামই হয়ে থাকে।

তাই একজন ফটোগ্রাফার হিসেবে নিজের তোলা ছবি গুলো বিক্রি করার আমাদের কাছে একটাই লাভজনক ও কার্যকর উপায় রয়ে যায়। আর সেই উপায়টি হলো, Online Image Selling Websites।

এই ওয়েবসাইট গুলোতে আপনি আপনার ছবি গুলোকে অধিক দামে বিক্রি করতে পারবেন। প্রতিটি ছবি বিক্রি হলে সেই বিক্রির জন্য আপনাকে ৪০-৭০% কমিশনও দেওয়া হয়ে থাকে। এছাড়া, ছবি বিক্রির এই সাইট গুলোতে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লোকেরা প্রতিদিন প্রবেশ করে থাকেন। তাই, এই ওয়েবসাইট গুলোর দ্বারা আপনার ছবি গুলো বিদেশে এবং পাশাপাশি অধিক পরিমানে বিক্রি হওয়ারও সুযোগ থেকে যাচ্ছে।

অনলাইনে ছবি বিক্রি করে অর্থ উপার্জনের আরেকটি কার্যকর উপায় হলো, নিজের একটি Online Photo Selling Website তৈরি করা। এতে আপনি সরাসরি নিজের ওয়েবসাইট থেকেই ছবি গুলো নানান ক্লায়েন্টদের কাছে বিক্রি করিয়ে নিতে পারবেন। তবে এই প্রক্রিয়াতে আপনাকে শুরুতে প্রচুর সময় দিতে হবে।

ছবি বিক্রির সাইট গুলোতে একাউন্ট কিভাবে তৈরি করবেন?

যদি আপনি আপনার Photo গুলোকে অনলাইনে বিক্রি করতে চাইছেন, তাহলে এর জন্য আপনাকে সবচেয়ে আগেই একটি বা একাধিক ছবি বিক্রি করার ওয়েবসাইটে গিয়ে নিজের একাউন্ট তৈরি করতে হবে। একবার একাউন্ট তৈরি করে এপ্রুভাল নিতে পারলে তাহলেই আপনি এই ওয়েবসাইট গুলোতে ছবি গুলো বিক্রি করতে পারবেন।

Create account in image selling website
How To Create Account in Image Selling Website?

এমনিতে অনলাইনে উপলব্ধ প্রায় প্রতিটি Image Selling Website-এ একাউন্ট তৈরি করার প্রক্রিয়া এক ধরণেরই। চলুন, নিচে আমরা সরাসরি জেনেনেই, কিভাবে Photos বিক্রি করার ওয়েবসাইটে একাউন্ট তৈরি করা যাবে।

  • কোন image selling website-এ একাউন্ট তৈরি করবেন সেটা সিলেক্ট করে নিশ্চিত করুন।
  • ওয়েবসাইটে প্রবেশ করে Become a Contributor বা Sell Images এর মতো অপশনে click করুন।
  • এবার নিজের Name, Email, Mobile Number, Address, ইত্যাদির মতো তথ্য দিতে হবে।
  • ব্যাস, সরাসরি Sign Up বা Submit অপশনে click করে একাউন্ট তৈরি করে নিন।

মনে রাখবেন, বেশিরভাগ ইমেজ সেলিং ওয়েবসাইট গুলোতে আপনাকে কিছু স্যাম্পল ইমেজ আপলোড করতে বলা হতে পারে। মানে, ওয়েবসাইট গুলোতে একাউন্ট তৈরি করার সময় আপনাকে আপনার দ্বারা তোলা কিছু ছবি আপলোড করতে বলা হবে। এবার, দিয়ে দেওয়া আপনার ছবির কোয়ালিটি যদি তাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনার Image Selling Account সম্পূর্ণভাবে এপ্রুভ/এক্টিভেট করে দেওয়া হয়।

শেষে আপনার একাউন্ট তৈরি ও এপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি নিজের পছন্দমতো ছবি গুলোকে আপলোড করে সেগুলোকে ইমেজ সেলিং ওয়েবসাইটের দ্বারা বিক্রি করিয়ে নিয়মিত অর্থ উপার্জন করতে পারবেন।

সেরা কয়েকটি ছবি বিক্রি করার ওয়েবসাইট:

অনলাইনে ফটো বিক্রি করে টাকা আয় করার ক্ষেত্রে আপনারা একাধিক ওয়েবসাইট গুলো পেয়ে যাবেন। তবে আজকের এই আর্টিকেলের মধ্যে আমি আপনাদের কেবল কিছু সেরা ওয়েবসাইট গুলোর বিষয়েই বলবো। বলে দেওয়া এই ওয়েবসাইট গুলো বিশ্বজুড়ে হাজার হাজার লোকেরা ব্যবহার করছেন এবং নিয়মিত অর্থ উপার্জন করে নিচ্ছেন।

পাশাপাশি নিচে বলে দেওয়া এই ছবি বিক্রির ওয়েবসাইট গুলোতে প্রতিটি ছবি বিক্রি হওয়ার বাবদ আপনাকে কতটা commission দেওয়া হবে এবং এই সাইট গুলোর থেকে মিনিমাম কতটা টাকা আপনি তুলতে পারবেন, সেই বিষয়েও জানিয়ে দিয়েছি।

Photo Website:Maximum Commission:Minimum Payout:
Adobe Stock33%$25
500px60%$30
Depositphotos42%$50
Stocksy75%$100
Shutterstocks40%$35
Alamy40%$50
Getty Images45%$100
Dreamstime60%$100

কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে আয় করা যায়?

অনলাইনে ছবি বিক্রি করার জন্য সর্বপ্রথম আপনাকে উপরে বলে দেওয়া ওয়েবসাইট গুলোর মধ্যে যেকোনো একটিতে গিয়ে একটি contributor account তৈরি করে নিতে হবে। একবার আপনার contributor account তৈরি হয়ে গেলে এবার আপনি নিজের মোবাইল বা DSLR দিয়ে হাই কোয়ালিটি ছবি গুলি তুলে সেগুলোকে সরাসরি ওয়েবসাইটে আপলোড করতে পারবেন।

এরপর, যতবার কোনো ব্যক্তি আপনার দ্বারা আপলোড করা যেকোনো ছবি কিনবেন বা পেইড সাবস্ক্রিপশনে থাকা দরুন আপনার আপলোড করা ছবি ডাউনলোড করবেন, ততবারই আপনি কিছু টাকা কমিশন ইনকাম হিসেবে লাভ করবেন। একবার আপনার একাউন্টে minimum payment amount জমা হয়ে গেলে, এবার আপনি ইনকাম করা টাকা সরাসরি নিজের ব্যাংক একাউন্টে তুলে নিতে পারবেন।

ইমেজ সেলিং ওয়েবসাইট গুলোর থেকে টাকা তুলার জন্য আপনাকে একাধিক পেমেন্ট অপসন গুলো দিয়ে দেওয়া হবে। তবে এই ওয়েবসাইট গুলোতে ছবি আপলোড করে টাকা ইনকাম করার জন্য আপনাকে কিছু নীতি-নিয়ম মেনে কাজ করতে হবে।

  • আপনাকে সম্পূর্ণ অরিজিনাল এবং নিজের দ্বারা তোলা ছবি আপলোড করতে হবে।
  • Terms And Conditions অনুসরণ করে কাজ করতে হবে।
  • ছবির কোয়ালিটি নিয়ে বিশেষ ধ্যান রাখতে হবে।

যদি আপনার ছবি গুলো উপরে বলে দেওয়া এই জরুরি বিষয়গুলো নজরে রেখে তোলা ও আপলোড করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ছবিগুলোকে ওয়েবসাইট দ্বারা সহজে এপ্রুভ করে দেওয়া হবে এবং এতে আপনি ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন।

১. Shutterstock:

অনলাইনে ছবি বিক্রি করার সব থেকে জনপ্রিয় এবং প্রচলিত ওয়েবসাইট গুলির মধ্যে একটি হলো Shutterstock। এখানে ছবির বাইরেও আপনি vector এবং music-ও বিক্রি করতে পারবেন। গত ১৫ বছরের মধ্যে Shutterstock এর কান্ট্রিবিউটরদের মোটামোটি ১ বিলিয়ন এর ও অধিক টাকা পেমেন্ট করেছে।

Shutterstock-এ ছবি বিক্রি করার জন্য সবচেয়ে আগে আপনাকে নিজের একটি contributor account তৈরি করতে হবে। একজন ফটোগ্রাফার হিসেবে আপনি এখানে নিজের image portfolio তৈরি করা থেকে শুরু করে কনটেন্ট সাবমিট করা, নিজের ইনকাম ট্র্যাক করা, সবটাই সুবিধাজনকভাবে করতে পারবেন।

এছাড়া একজন কান্ট্রিবিউটর হিসেবে এখানে আপনি 15% থেকে 40% commission প্রতিটি ছবি বিক্রি করার বিপরীতে আয় করে নিতে পারবেন। ছবি বিক্রি করে আপনি যতটাই টাকা ইনকাম করবেন সেটা আপনার Shutterstock wallet-এর মধ্যে দেখিয়ে দেওয়া হবে। এবার, যখন আপনার wallet এর মধ্যে মোট $35 জমা হয়ে যাবে, আপনি PayPal Account বা Bank account এর মাধ্যমে Shutterstock wallet থেকে টাকা তুলে নিতে পারবেন।

২. Adobe Stock:

Adobe Stock মূলত একটি আমেরিকান স্টক ইমেজ ওয়েবসাইট। এটাও Shutterstock-এর মতোই একটি অনেক পপুলার এবং জনপ্রিয় সাইট। এই ওয়েবসাইটেও আপনি হাই কোয়ালিটি ছবি আপলোড করে টাকা আয় করতে পারবেন।

Images, vectors, এবং illustrations-এর জন্য Adobe Stock তাদের contributor-দের 33% পর্যন্ত royalty দিয়ে থাকে। ভিডিওর ক্ষেত্রে ইনকামের পরিমান তুলনামূলকভাবে খানিকটা বেশি হতে পারে। এই স্টক ইমেজ সাইট এর মধ্যেও ছবি বিক্রি করতে হলে আপনাকে সবচেয়ে আগে একটি ফ্রি কান্ট্রিবিউটর একাউন্ট তৈরি করে নিতে হবে।

আপনার আপলোড করা ছবি গুলোকে এপ্রুভাল দেওয়া হবে কি না সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে আপনার আপলোড করা ছবির কোয়ালিটি এবং ওয়েবসাইটের নীতি-নিয়ম মেনে কাজ করছেন কি না সেটার উপর। ওয়েবসাইটটির থেকে যদি আপনার আপলোড করা যেকোনো ছবি কেও কিনে বা ডাউনলোড করে থাকেন, তাহলে আপনাকে সর্বোচ্চ 33% পর্যন্ত কমিশন দেওয়া যেতে পারে।

একবার আপনার Adobe Wallet-এর মধ্যে কমেও $25 জমা হয়ে গেলে, এবার আপনি PayPal account দ্বারা এই টাকা গুলো নিজের bank account-এ ট্রান্সফার করে নিতে পারবেন।

৩. 500px:

500px, অনেক দারুন stock image website যেটা মূলত একটি সোশ্যাল প্লাটফর্ম এর মতো কাজ করে থাকে। এখানে নানান কাজের সুযোগ গুলো খুঁজে পাওয়ার পাশাপাশি একজন ফটোগ্রাফার হিসেবে আপনি নিজের ছবি গুলিও বিক্রি করার সুযোগ পাবেন।

এই ওয়েবসাইটে আপনি আলাদা আলাদা membership plan-এর হিসেবে commission ইনকাম করতে পারবেন। এখানে মূলত Free, Awesome ($6.49/month), এবং Pro ($12.99/month) এর আলাদা আলাদা membership plan রয়েছে। Free members-রা exclusive licensing-এর দ্বারা তাদের নেট বিক্রয়ের 60% কমিশন আয় করে থাকেন।

বিপরীতে, Awesome এবং Pro members-দের 100% পর্যন্ত commission ইনকাম করার সুযোগ দেওয়া হয়। এমনিতে যদি আপনি এই কাজে নতুন এবং ছবি বিক্রি করে ইনকাম করার একটি সহজ সরল ওয়েবসাইট খুঁজছেন, সেক্ষেত্রে শুরুতেই 500px সাইটটি ব্যবহার না করাটাই আমার হিসেবে ভালো হবে।

যা আমি আগেই বলেছি, এই ওয়েবসাইট দ্বারা যদি আপনার কোনো ছবি sell হয়ে থাকে, তাহলে আপনাকে 60% পর্যন্ত কমিশন দেওয়া যেতে পারে। একবার আপনার wallet-এ $30 income হয়ে গেলে সেই টাকা আপনি PayPal-দ্বারা তুলে নিতে পারবেন।

৪. Depositphotos:

Depositphotos, আরেকটি জনপ্রিয় online stock photo selling site যেখানে আমরা আলাদা আলাদা contributor level হিসেবে কমিশন আয় করার সুযোগ পেয়ে থাকি। এছাড়া ছবি সেল করার জন্য এই সাইট থেকে আমরা 34% থেকে 42% কমিশন আয় করার সুযোগ পেয়ে থাকি।

Depositphotos-এর সাইট থেকে photos, illustrations, এবং videos গুলো বিক্রি করে টাকা ইনকাম করতে আপনাকে মূলত ৩টি ধাপ ফলো করতে হবে।

  • Depositphotos সাইটে নিজের একটি account তৈরি করতে হবে (৫ থেকে ১০ মিনিটের সময় লাগবে)।
  • আপনার দ্বারা তোলা কিছু সেরা ছবি গুলো আপলোড করুন। এখানে আপনার আপলোড করা ছবির কোয়ালিটি এবং ধরণের উপর নির্ভর করে আপনাকে এপ্রুভাল দেওয়া হবে (এতে ৬ থেকে ৭ দিনের সময় লাগতে পারে)।
  • ব্যাস, এবার নিজের কান্ট্রিবিউটর একাউন্টে নিয়মিত ভালো ভালো ছবি আপলোড দিন এবং সেগুলোর থেকে ইনকাম করুন।

যা আমি উপরে আগেই বলেছি, এই সাইটে প্রতিটি ছবি বিক্রির বিপরীতে আপনি আলাদা আলাদা contributor level হিসেবে কমিশন আয় করবেন। এর সোজা মানে এটাই যে, আপনার আপলোড করা ছবিগুলো যত অধিক বিক্রি হবে, আপনি ততটাই অধিক কমিশন প্রতিটি বিক্রি হওয়া ছবির জন্য আয় করবেন। নিচে, লেভেল হিসেবে কমিশন স্ট্রাকচারটি দিয়ে দেওয়া হলো।

Contributor Level:Commission:
নতুন কান্ট্রিবিউটর34%
Level 1 (আফটার ৫১ সেল)38%
Level 2 (আফটার ১৫১ সেল)42%
Level 3 (আফটার ৫০১ সেল)46%
Level 4 (আফটার ১০০১ সেল)50%

একবার আপনার Depositphotos wallet-এর মধ্যে মিনিমাম $50 ইনকাম হয়ে গেলে এবার আপনি নিজের ইনকাম করা টাকা গুলো PayPal, bank transfers, বা WebMoney র দ্বারা তুলে নিতে পারবেন।

৫. Stocksy:

Stocksy, আমার হিসেবে অন্যান্য স্টক ইমেজ ওয়েবসাইট গুলোর মতো তেমন এতটা পপুলার না। তবে এই ওয়েবসাইটে আপনি একজন ফটোগ্রাফার হিসেবে অন্যান্য ওয়েবসাইট গুলোর তুলনায় অধিক কমিশন ইনকামের সুযোগ অবশই পাবেন। তাই, এই ওয়েবসাইটে আপনি ছবি বিক্রি করে অধিক টাকা ইনকামের সুযোগ অবশই পাবেন।

সাইটটিতে আপনার দ্বারা আপলোড করা যেকোনো ছবি যদি বিক্রি হয়ে থাকে তাহলে আপনাকে সর্বোচ্চ 75% পর্যন্ত কমিশন দেওয়া হয়। এখানে আপনাকে মান্থলি সিস্টেমে payout দেওয়া হয়। তবে payout নেওয়ার জন্য আপনার account-এ কমেও $100 আয় হতেই হবে। এছাড়া, এই সাইট থেকে ইনকাম করা টাকা গুলো আপনারা PayPal বা Bank Transfer-এর দ্বারা তুলে নিতে পারবেন।

৬. Alamy:

আমার হিসেবে Alamy একটি অনেক দারুন এবং জনপ্রিয় একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি নানান প্রিমিয়াম স্টক ইমেজ গুলো কেনার পাশাপাশি নিজের ছবি গুলিকে বিক্রিও করতে পারবেন।

অনলাইনে ছবি বিক্রি করার জন্য এই ওয়েবসাইটটি অনেকেই অধিক পছন্দ করার একটি বিশেষ কারণ অবশই রয়েছে। সেটা হলো, এখানে ফটো গুলো এপ্রুভ করতে বিশেষ কোনো সমস্যা হয়না। তাই, আমার হিসেবে এই ওয়েবসাইটটি নতুন ফটোগ্রাফারদের জন্য সেরা একটি বিকল্প।

এই ওয়েবসাইটে ছবি আপলোড করে টাকা ইনকাম করার জন্য আপনাকে সবচে আগে নিজের একটি contributor account তৈরি করে নিতে হবে। চিন্তা নেই, আপনি সম্পূর্ণ ফ্রীতেই একটি একাউন্ট তৈরি করে নিতে পারবেন। একাউন্ট তৈরি করার পর, ওয়েবসাইটের নিয়ম-কানুন হিসেবে নিয়মিত ছবি আপলোড করুন।

যা আমি উপরে আগেই বলেছি, সাইটটিতে ছবি গুলো সহজেই এপ্রুভাল পেয়ে যায়। Alamy ওয়েবসাইট থেকে যখনই কোনো ব্যক্তি আপনার যেকোনো ছবি কিনে নিবেন, তখন আপনাকে সর্বোচ্চ 50% পর্যন্ত কমিশন দেওয়া হয়ে থাকে। আপনার আয় করা টাকা আপনি আপনার Alamy Wallet-এর মধ্যে দেখতে পাবেন।

এছাড়া, একবার আপনার wallet-এর মধ্যে মিনিমাম $50 ইনকাম হয়ে গেলে, সেই টাকা আপনি PayPal বা Bank account-এর মাধ্যমে তুলে নিতে পারবেন।

৭. Getty Images:

Getty Images আসলে একটি premium stock image platform, যেটি মূলত বড় বড় ব্র্যান্ড এবং কোম্পানিগুলো অধিক পরিমানে ব্যবহার করে থাকেন। একজন Getty Image contributor হিসেবে আপনি এখানে প্রতিটি ছবির জন্য 20% এবং ভিডিও ক্লিপ গুলোর জন্য 25% কমিশন আয় করতে পারবেন।

এই সাইট থেকে payout request করার জন্য আপনার একাউন্টে কমেও $100 থাকতেই হবে। তবে একাউন্টে $100 জমা হয়ে গেলে ইনকাম করা টাকা গুলো আপনি Bank Transfer বা PayPal এর দ্বারা তুলে নিতে পারবেন। এখানেও আপনাকে মান্থলি বেসিসে payout প্রদান করা হবে।

৮. Dreamstime:

Dreamstime হলো একটি লিডিং স্টক ফটোগ্রাফি প্ল্যাটফর্ম, যেখানে একজন কান্ট্রিবিউটর হিসেবে আপনি photos, illustrations, এবং videos গুলো বিক্রি করতে পারবেন। নিয়মিত হাই কোয়ালিটি ছবিগুলো আপলোড করার মাধ্যমে আপনি এই সাইট থেকে উপযুক্ত পরিমানে কমিশন আয় করে নিতে পারবেন।

ওয়েবসাইটটির দ্বারা বিক্রি হওয়া আপনার প্রতিটি রয়্যালটি ফ্রি ইমেজেস এর জন্য আপনাকে মোটামোটি 25% থেকে 30% কমিশন দেওয়া হবে। Exclusive contributors-দের ক্ষেত্রে কমিশন স্ট্রাকচারটি 30% থেকে 60% এর মধ্যে থাকছে।

সাইটটিতে আপনাকে Volume-Based Tiered System হিসেবে কমিশন প্রদান করা হয়। মানে, আপনার মোট ইনকাম এবং ডাউনলোড সংখ্যার উপর ভিক্তি করে আপনার কমিশন রেটও বাড়তে থাকবে।

একবার আপনার Dreamstime account wallet-এর মধ্যে টোটাল $100 আয় হয়ে গেলে, এবার আপনি PayPal বা Bank Transfer-এর দ্বারা টাকা গুলো তুলে নিতে পারবেন। এগুলো ছাড়াও এখানে আপনারা Skrill এবং Payoneer দিয়ে টাকা তোলার অপসনও পাবেন।

কিভাবে মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে আয় করা যাবে?

যদি আপনার কাছে এমন একটি স্মার্টফোন আছে যার ক্যামেরা কোয়ালিটি অনেকটা ভালো পাশাপাশি আপনার মধ্যেও কিছুটা হলেও বেসিক ফটোগ্রাফির জ্ঞান আছে, সেক্ষেত্রে আপনিও মোবাইল দিয়ে ফোটোগ্রাফি করে টাকা রোজগার করতে পারবেন।

এক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন কিছু স্টক ইমেজ ওয়েবসাইট গুলোর। এমন প্রচুর ফটোগ্রাফাররা এবং কনটেন্ট ক্রিয়েটররা আছেন যারা নিজের মোবাইল দিয়েই হাই কোয়ালিটি ছবি গুলো তুলে থাকেন।

Shutterstock, Adobe Stock, iStock (Getty Images), Foap, এই ধরণের নানান স্টক ইমেজ সাইট গুলো রয়েছে যেখানে মোবাইল দিয়ে তোলা ছবি গুলিও বিক্রি করা সম্ভব। তবে এক্ষেত্রে আপনাকে নিজের মোবাইল ক্যামেরা সেটিং নিয়ে খানিকটা ঘাটাঘাটি করতে হতে পারে।

মোবাইল দিয়ে ছবি তোলার ক্ষেত্রেও কিন্তু আপনার মোবাইলের Camera Setting, Lighting, Focus/Composition, Noise, Editing, এই সাধারণ বিষয় গুলি নিয়ে আপনার জ্ঞান অবশই থাকতে হবে।

ব্যাস, এবার একটি ভালো স্টক ফোটোগ্রাফি ওয়েবসাইটে নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করুন। একাউন্ট তৈরির পর নিয়মিত ছবি তুলে সেগুলিকে আপলোড করুন। আপনার আপলোড করা ছবিগুলো ওয়েবসাইট দ্বারা এপ্রুভ করে দেওয়া হলে এবার সেগুলোকে সেই ওয়েবসাইট থেকে জেকেও কিনে ডাউনলোড করে নিতে পারবেন।

যখনই কোনো ব্যক্তি আপনার আপলোড করা ছবি গুলো কিনবেন, আপনিও প্রতিটি ইমেজ ডাউনলোড/বিক্রির বিপরীতে আয় করবেন টাকা। মোবাইল ফটোগ্রাফি করে আয় করার এটা অনেক দারুন এবং কার্যকর একটি উপায়।

FAQ’s:

১. কিভাবে অনলাইনে ছবি বিক্রি করবেন?

অনলাইনে ছবি বিক্রি করার প্রচুর ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইট গুলোতে আপনি একটি ফ্রি কান্ট্রিবিউটর একাউন্ট তৈরি করে নানান ধরণের ফটো বা ইমেজ বিক্রি করতে পারবেন।

২. ছবি বিক্রি করে কত টাকা আয় করা যায়?

অনলাইনে ফটো বিক্রি করে অনেকেই মাসে ৫০০ থেকে ১০০০ ডলার আরামে ইনকাম করে নিচ্ছেন। তবে সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারবেন তার কোনো লিমিট নেই। আপনার আপলোড করা ছবির কোয়ালিটি এবং ডিমান্ড থাকলে আপনিও এই পরিমান ইনকাম করতে পারবেন।

৩. ছবি বিক্রি করার সব থেকে সেরা ওয়েবসাইট কোনটি?

Shutterstocks, Adobe Stock, iStock, এগুলো হচ্ছে অনলাইনে ইমেজ সেল করার কিছু জনপ্রিয় ও পপুলার ওয়েবসাইট।

৪. কি ধরণের ছবি অনলাইনে তাড়াতাড়ি বিক্রি হবে?

প্রযুক্তি এবং গ্যাজেট রিলেটেড ইমেজ, ব্যবসা এবং অফিস রিলেটেড ছবি, লাইফস্টাইল রিলেটেড ছবি, ইত্যাদি এই ধরণের ছবি গুলো অনলাইনে অনেক তাড়াতাড়ি বিক্রি হওয়া দেখা যায়।

উপসংহার:

আজকের এই আর্টিকেলের মধ্যে আমি আপনাদের ছবি বিক্রি করে টাকা ইনকাম করার উপায় এবং নিয়মটি সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছি। এছাড়া অনলাইনে ছবি বিক্রি করার সেরা ওয়েবসাইট গুলো কি কি, এই সাইট গুলো কতটা কমিশন দেয়, সাইটের মিনিমাম পেমেন্ট লিমিট কত, সবটা আপনাকে বুঝিয়ে বলা হয়েছে।

আমি এটাই আশা করছি যে আমাদের আজকের আর্টিকেলটিতে যা যা বলা হয়েছে সেটা আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আমাদের আজকের আর্টিকেলের সাথে রিলেটেড কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ আপনার মনের মধ্যে থাকলে সেটা আপনারা নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন।

এছাড়া আর্টিকেলটি ভালো লেগে থাকলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেননা।

Leave a Comment