মোবাইলে ভিডিও দেখতে এবং গেম খেলতে তো অনেকেই পছন্দ করে থাকেন। কিন্তু মোবাইলে ভিডিও দেখে বা গেম খেলে টাকা ইনকাম করার কথা কখনও ভেবেছেন বা শুনেছেন কি? আগে না শুনে থাকলে আজ শুনে নিন, অবাক হয়ে যাবেন!
আসলে Google Play Store-এর মধ্যে পেড ওয়ার্ক নামের এক মানি আর্নিং অ্যাপ (Paidwork Money Earning App) আছে। এই অ্যাপে আপনি শপিং করে, রিসিপ্ট স্ক্যান করে, গেম খেলে, সার্ভের অংশ হয়ে, ভিডিও দেখে, এবং নানান ছোট ছোট microtasks গুলো করে টাকা ইনকাম করতে পারবেন।
রিলেটেড: PollPe app কি? টাস্ক করে এবং গেম খেলে ইনকাম
Paidwork App কি?
অনলাইনে ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করে টাকা ইনকাম করার অ্যাপ গুলোর মধ্যে একটি হল এই পেড ওয়ার্ক অ্যাপ (Paidwork App)। অবসর সময়েও আয়ের পথ দেখায় এই অ্যাপ। অনেকেরই দাবি, বিভিন্ন মানি আর্নিং অ্যাপের মধ্যে পেড ওয়ার্ক অ্যাপ সব থেকে বেশি টাকা দেয়। এছাড়া এই অ্যাপে গেম খেলে এবং ভিডিও দেখেও করতে পারবেন ইনকাম।
এই অ্যাপ থেকে সর্বনিম্ন ৪০০ টাকা তুলে নিতে পারবেন, এছাড়া টাকা তোলার জন্য নানান পেমেন্ট অপসনও রয়েছে। কীভাবে অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করবেন, কত টাকা পাবেন, কীভাবে রিয়েল টাকা পাবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পড়তে হবে এই সম্পূর্ণ প্রতিবেদন।
Paidwork App কিভাবে download ও install করবেন?

আপনি সরাসরি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। অথবা বন্ধুদের পাঠানো রেফারেল লিঙ্কে ক্লিক করেও ইন্সটল করতে পারেন এই অ্যাপটিকে।
গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার জন্য সরাসরি সার্চ বারে গিয়ে Paidwork টাইপ করে সার্চ করলেই অ্যাপটি দেখতে পাওয়া যাবে। এরপরে ইন্সটল বাটনে ক্লিক করলে ইনস্টলেশনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
Paidwork app ইনস্টল এবং সেটআপ প্রক্রিয়া:
আপনার ফোনে অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে বিভিন্ন টার্মস ও কন্ডিশন মেনে নিয়ে রেজিস্ট্রেশন বা সাইন ইন করতে হবে। নতুন অ্যাকাউন্ট তৈরি করার থাকলে রেজিস্ট্রেশন (Registration) করবেন এবং পুরোনো অ্যাকাউন্ট দিয়েই অ্যাপে প্রবেশ করার থাকলে সাইন ইন (Sign In) করবেন।
জানিয়ে রাখি, এই অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা দিতে হয় না। বরং, রেফারেল লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে অতিরিক্ত পয়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকে। যা পরে টাকা হিসাবে ট্রান্সফার করে নেওয়া যায়। চলুন, পেইডওয়ার্ক অ্যাপে একাউন্ট তৈরি করার ধাপ গুলো একে একে জেনেনেই।
স্টেপ ১.

Paidwork app-টি মোবাইলে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। এবার, Let’s get started লেখার নিচে থাকা ‘Registration’ বাটনে click করতে হবে।
স্টেপ ২.

এবার নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করার জন্য Sign up with Google বা Microsoft এর বাটনে ক্লিক করুন।
এতে, আপনি আপনার গুগল বা মাইক্রোসফট একাউন্ট দিয়েই একাউন্ট তৈরি করে নিতে পারবেন। আপনি চাইলে নিজের Email আইডি এবং password দিয়েও একাউন্ট বানাতে পারবেন।
স্টেপ ৩.
Sign up with Google-এর মধ্যে click করার সাথে সাথে, আপনার মোবাইলে আগেথেকে সেটআপ করা থাকা গুগল একাউন্ট আপনাকে দেখানো হবে। সরাসরি পছন্দমতো গুগল একাউন্টে ক্লিক করুন।

ব্যাস, এবার আপনার সামনে Paidwork অ্যাপ এর dashboard চলে আসবে। পেইডওয়ার্ক অ্যাপ এর ড্যাশবোর্ড থেকে EARN ট্যাবে click করলেই এই অ্যাপ থেকে টাকা ইনকাম করার নানান উপায় গুলো আপনারা দেখতে পাবেন। ব্যাস, একে একে টাস্ক গুলো সম্পূর্ণ করুন এবং পেইডওয়ার্ক অ্যাপ থেকে রিয়েল রিওয়ার্ড আয় করতে থাকুন।
Paidwork App থেকে টাকা ইনকাম কিভাবে করা যাবে?

পেড ওয়ার্ক অ্যাপ থেকে একাধিক উপায়ে রিয়েল টাকা ইনকাম করা যায়। গেম খেলা থেকে শুরু করে সার্ভেতে অংশগ্রহণ, শপিং করা থেকে শুরু করে ভিডিও দেখার মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন। এছাড়াও উপলব্ধ নানান মাইক্রো টাস্ক গুলো কমপ্লিট করেও করতে পারেন ইনকাম।
পয়েন্ট সংগ্রহ করে এই অ্যাপ থেকে ইনকাম করতে চাইলে, আপনাকে অ্যাপের ড্যাশবোর্ডের থেকে একেবারে উপরের দিকে দেওয়া আর্ন (Earn) ট্যাবে চলে আসতে হবে। এই ট্যাবে থাকবে ইনকামের একাধিক অপশন। কী কী অপশন পাওয়া যাবে? তা নিম্নে বিস্তারে জানানো হল।
১. Games খেলে ইনকাম করুন:

এই অ্যাপে গেম খেলেও আয় করা যাবে টাকা। এক্ষেত্রে তালিকায় দেওয়া গেম আপনাকে খেলতে হবে এবং পয়েন্ট সংগ্রহ করতে হবে। গেম খেলার জন্য Earn ট্যাবের প্লে গেমস সেকশনে (Play Games) যেতে হবে। সেখানে গিয়ে Earn লেখা বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ দেখতে পাওয়া যাবে।
এই পেজে বেশ কয়েকটি গেম দেখতে পাওয়া যাবে। নিজের পছন্দ মতো গেম ডাউনলোড করে ইন্সটল করতে হবে। এরপরে একটি নির্দিষ্ট টাস্ক কমপ্লিট করতে হবে। এই টাস্কের মধ্যে গেমের নতুন ফিচার বা লেভেল আনলক করার কাজ থাকতে পারে।
মনে রাখবেন, এগুলো সম্পন্ন করতে এক বা একাধিক দিন লাগতে পারে। ভয় পাওয়ার কিছু নেই! টাস্ক কমপ্লিট হলেই ওয়ালেট আপডেট হবে। টাস্ক যত কঠিন হবে, তত বেশি টাকা পাবেন আপনি।
২. ভিডিও দেখে ইনকাম করুন:

ভিডিও দেখে রিয়েল টাকা ইনকাম করার জন্য প্রথমে নিজের পেড ওয়ার্ক অ্যাকাউন্টে লগিন করুন। তারপরে আপনাকে Earn ট্যাবে গিয়ে Watch Videos সেকশনের Earn বাটনে ক্লিক করতে হবে।
EARN ট্যাবে ক্লিক করলে একটা নতুন উইন্ডো দেখতে পাওয়া যাবে। এই উইন্ডোতে “Start Watching Videos”-এ ক্লিক করতে হবে। এরপরে আপনাকে 30-60 সেকেন্ডের ভিডিও এড গুলো দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখা হয়ে গেলে আপনি টাস্কে বর্ণিত রিওয়ার্ড পাবেন।
জানিয়ে রাখি, এক্ষেত্রে আপনাকে ভিডিও ম্যানুয়ালি স্টার্ট করতে হবে না। Watch বাটনে ক্লিক করার পরে নিজে থেকেই ভিডিও চালু হয়ে যাবে। প্রত্যেক ভিডিওর রিওয়ার্ড পয়েন্ট আলাদা।
এই রিওয়ার্ড সিস্টেমে আপনি 1 থেকে 10 পয়েন্ট সংগ্রহ করতে পারেন। মনে রাখবেন, ভিডিও গুলোকে সম্পূর্ণ না দেখলে হয়তো আপনাকে কোনো পয়েন্ট দেওয়া হবেনা। তাই, ভিডিও গুলোকে শেষ পর্যন্ত দেখুন।
৩. Survey Offers থেকে ইনকাম:

সার্ভে গুলো মূলত অন্যান্য ব্যক্তি বা সংস্থার তরফ থেকে পাবলিশ করা হয়ে থাকে। কোনো সার্ভেতে পাবলিশারের পরিচয় অজ্ঞাত রাখা হয়, আবার কোনো ক্ষেত্রে তা জানিয়ে দেওয়া হয়। এই টাস্কে অংশগ্রহণ করার আগেই সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহারকারীকে জানিয়ে দেয়।
সার্ভে থেকে আয় করার জন্য Earn ট্যাবে গিয়ে “Filling out surveys”-এর Earn বাটনে ক্লিক করতে হবে। এরপরে উইন্ডোতে পরপর একাধিক সার্ভে ও এর নিচে “Fill Out” বাটন দেখতে পাওয়া যাবে। বাটনে ক্লিক করার পরে পাবলিশারের দেওয়া সার্ভে আপনাকে সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, সার্ভের ক্ষেত্রের ন্যূনতম 5 মিনিট ও সর্বোচ্চ 1 ঘন্টা দিতে হতে পারে। সার্ভের প্রকার হিসেবে এগুলোর নির্ধারিত সময়ের পরিমাণ ভিন্ন হয়ে থাকে। অ্যাপের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, সার্ভের উত্তরগুলো সঠিকভাবে লেখা হয়েছে কিনা বা সার্ভের প্রশ্নের সঙ্গে তা প্রাসঙ্গিক কিনা সেটা সিস্টেম চেক করতে পারে।
সার্ভে গুলো সম্পূর্ণ করার জন্য বেশিরভাগ সময় ১০০ থেকে ৫০০ এর মধ্যে পয়েন্ট আপনি পেতে পারবেন।
অবশই পড়ুন: Banana bucks app: সার্ভে সম্পূর্ণ করে ইনকাম
৪. Shop and Earn:

কেনাকাটা করলেও ফেরত আসবে টাকা! আসলে পেড ওয়ার্ক অ্যাপ (Paidwork App)-এর “Online Shopping” সেকশনে এমনটাই হয়। Dashboard থেকে Earn ট্যাবে ক্লিক করলে দেখতে পাবেন Online Shopping-এর একটি ট্যাব। এই ট্যাবের পাশে থাকা Earn ট্যাবে ক্লিক করলেই খুলবে একটি নতুন উইন্ডো।
এই উইন্ডোর মাধ্যমে প্রিয় স্টোরে গিয়ে শপিং করলে ক্যাশব্যাক পাওয়া যায়। কেনাকাটার পরিমাণ যত বড়ো হবে, ক্যাশব্যাকের পরিমাণ তত বেশি হবে।
এছাড়াও, অনলাইন স্টোরগুলোতে রেজিস্টার করে কুপন কোড কালেক্ট করেও টাকা ফেরত পেতে পারেন। স্টোরগুলোতে সাইন আপ করে কোনো ক্ষেত্রে প্রোডাক্ট কিনতে হবে, আবার কোনো ক্ষেত্রে প্রোডাক্ট না কিনে বিনামূল্যে শুধুমাত্র ট্রাই করেই ক্যাশব্যাক পাওয়া যাবে।
৫. Microtasks করে ইনকাম:

Paidwork app-এর ড্যাশবোর্ড থেকে Earn ট্যাবে ক্লিক করলেই দেখবেন Microtask এর একটি অপসন। Microtask-এর পাশে থাকা Earn অপশনে ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে কিছু ছোট ছোট টাস্ক।
যেমন ধরুন, সোশ্যাল মিডিয়া পেজ ফলো করা, বা সাবস্ক্রিপশন নেওয়া ইত্যাদি। এই ধরণের অনেক সামান্য মাইক্রোটাস্ক গুলো সম্পূর্ণ করে আপনি প্রতি টাস্ক $0.02 থেকে $1 পর্যন্ত আয় করে নিতে পারবেন।
৬. Scanning Receipts:
শপিং করাই আপনার শখ বা আপনি কি প্রায়শই শপিং করে থাকেন? উত্তর হ্যাঁ হলে, আয়ের এই পদ্ধতি হয়তো আপনার জন্যই! কারণ, এই উপায়ে আপনি শপিং-এর মাধ্যমে পাওয়া রিসিপ্টের দৌলতে পাবেন বেশ কিছু অতিরিক্ত টাকা।
এক্ষেত্রে বিভিন্ন স্টোরে শপিং করার পরে পাওয়া রিসিপ্ট আপনাকে সংগ্রহ করে “Scanning Receipt” সেকশনের অধীনে স্ক্যান করতে হবে। রিসিপ্টে টাকার পরিমাণ যত বেশি হবে, ক্যাশব্যাকের পরিমাণও তত বেশি হবে।
৭. অ্যাপ Refer করে ইনকাম করুন:

নিজের পেড ওয়ার্ক অ্যাকাউন্টে লগিন করুন (Paidwork Account Log in) এবং মেনু বারে গিয়ে Referral program ট্যাবে যান। সেখানে নতুন উইন্ডো দেখতে পাওয়া যাবে।
এই উইন্ডোতেই একটি ইউনিক রেফারেল লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটি কপি করে নিয়ে বন্ধুদের দিতে হবে। সেই লিঙ্কে ক্লিক করে কেউ অ্যাপটি ডাউনলোড করলে সেই ব্যক্তি ও আপনি উভয়েই ৬০০ করে রিওয়ার্ড পাবেন।
অবশই পড়ুন: রেফার করে টাকা ইনকাম করার অ্যাপস
৮. Collecting Achievements:
অ্যাচিভমেন্ট (Achievements) সংগ্রহ করার মাধ্যমেও অতিরিক্ত টাকা পেতে পারেন। এক্ষেত্রে আপনাকে নতুন অ্যাচিভমেন্ট আনলক করতে হবে। এর জন্য পেড ওয়ার্ক অ্যাকাউন্ট (Paidwork Account)-এর প্রোফাইল (Profile) সেকশনে যেতে হবে। এই সেকশনে গেলে আপনি আপনার অর্জিত অ্যাচিভমেন্টগুলো দেখতে পাবেন।
প্রত্যেক অ্যাচিভমেন্ট অনুযায়ী আপনি পয়েন্ট পাবেন এবং টাকা আপনার আপডেট হয়ে যাবে। উল্লেখ্য, অ্যাচিভমেন্ট কালেক্ট করার জন্য আপনাকে পেড ওয়ার্ক অ্যাপের সমস্ত টাস্ক কমপ্লিট করতে হবে। যত টাস্ক সম্পূর্ণ করবেন, তত বেশি অ্যাচিভমেন্ট সংগ্রহ করার সুযোগ পাবেন আপনি।
Pidwork অ্যাপ থেকে কত টাকা ইনকাম করা যাবে?
বিভিন্ন টাস্কের প্রকারভেদ ও অপশন অনুযায়ী নির্ধারিত টাকার পরিমাণ বিভিন্ন। নিম্নে সর্বনিম্ন ও সর্বোচ্চ সম্ভাব্য টাকার পরিমাণ দেওয়া হল,
- Playing games: $0.10 – $50.00
- Watching videos: $0.01 – $0.10
- Filling out surveys: $0.10 – $5.00
- Online shopping: $0.50 – $25.00
- Microtasks: $0.10 – $200.00
- Scanning receipts: $0.10 – $5.00
তাই, Paidwork অ্যাপ এর মধ্যে আপনি কোন টাস্ক গুলো সর্বাধিক সম্পূর্ণ করছেন, আপনাকে কি হিসেবে রিওয়ার্ড দেওয়া হচ্ছে এবং দিনে কতটুকু সময় আপনি কাজ করছেন, এই প্রত্যেক বিষয় গুলোর উপর ভিত্তি করে এই অ্যাপ থেকে হওয়া আপনার ইনকামের পরিমান আলাদা আলাদা হওয়াটা স্বাভাবিক।
অ্যাপ থেকে মিনিমাম কত টাকা তুলতে পারবেন?
টাকা তোলার জন্য আপনার paidwork ওয়ালেটে কমপক্ষে ৪০০ টাকা থাকতে হবে। এই পরিমাণ টাকা জমে গেলেই নিজের ইচ্ছে অনুযায়ী পেমেন্ট মেথড add করা যাবে। এরপরেই আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন।
এর জন্য আপনাকে বিলিংস (Billings) ট্যাবে যেতে হবে। উক্ত ট্যাবে ক্লিক করলেই আপনি পেমেন্ট রিলেটেড সমস্ত রকমের তথ্য দেখতে পাবেন।
[Disclaimer: এই ওয়েবসাইটে অন্য কোনো app বা ওয়েবসাইটকে প্রোমোট করা হয় না। শুধুমাত্র ইন্টারনেটে উপলব্ধ তথ্য শেয়ার করা হয়। ]