Best Apps To Refer and Earn Money Online: অনলাইনে অর্থ উপার্জনের এমনিতে একাধিক উপায় গুলো রয়েছে। এবার আপনি যদি এমন একটি উপায় খুঁজছেন যেখানে কোনো ধরণের টাকা বিনিয়োগ না করে অথবা অনলাইনে কোনোভাবে কনটেন্ট তৈরি ও পাবলিশ না করে ইনকাম করা যেতে পারে, তাহলে আমাদের আর্টিকেলটি আপনার কাজে অবশই লাগবে।
কেননা আমাদের আজকের এই আর্টিকেলের মধ্যে আমি আপনাদের সাথে রেফার করে টাকা ইনকাম করার সেরা অ্যাপস গুলোর বিষয়ে আলোচনা করতে চলেছি। মানে, নিচে বলে দেওয়া এই অ্যাপস গুলোকে নিজের বন্ধুবান্ধব বা অন্যান্য ব্যক্তিদের সাথে শেয়ার করে আপনি করতে পারবেন ইনকাম।
মনে রাখবেন, এই Refer and Earn Apps গুলোকে কাজে লাগিয়ে রাতারাতি লক্ষ লক্ষ টাকা আয় করতে না পারলেও, অনলাইন থেকে কিছুটা হলেও পার্ট-টাইম ইনকাম তো অবশই করা যাবে।
অবশই পড়ুন: অনলাইনে ছবি বিক্রি করে কিভাবে টাকা ইনকাম করবেন?
অ্যাপ রেফার করে ইনকাম করা মানে কি? (What is Refer And Earn in Bengali)
রেফার করে ইনকাম করার মানে অনেক সোজা। আসলে এখানে আপনাকে একটি বা একাধিক অ্যাপস গুলোকে অন্যান্য ব্যক্তিদের সাথে শেয়ার করতে হবে। অ্যাপ শেয়ার করার জন্য WhatsApp, Facebook, Instagram, ইত্যাদির মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোকে আপনি অবশই কাজে লাগাতে পারবেন।
অ্যাপস গুলো শেয়ার করার জন্য আপনাকে দেওয়া হয় একটি বিশেষ Referral Link বা Refer Code। যখনই আপনার শেয়ার করা রেফারাল লিংক বা কোড ব্যবহার করে কোনো ব্যক্তি সেই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করবেন আপনাকেও কিছু টাকা রেফারাল ইনকাম হিসেবে দিয়ে দেওয়া হবে।
মনে রাখবেন যে, আলাদা আলাদা অ্যাপ এর Referral Program এর নিয়ম কানুন এবং Referral Comission-এর পরিমান আলাদা আলাদা হতে পারে। যেমন, কিছু কিছু অ্যাপ প্রতি সফল রেফারাল এর জন্য আমাদের ১০ থেকে ২০ টাকা দিয়ে থাকে আবার কিছু কিছু অ্যাপ ৫০ টাকা থেকেও অধিক প্রতি রেফারাল আয়ের সুযোগ দেয়।
App Refer program (referral program) গুলোর ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা রকমের rewards এবং incentives গুলো দেওয়া যেতে পারে। যেমন, Cash rewards, Discounts, Free subscriptions, Points, prizes, ইত্যাদি।
এখন আপনি হয়তো ভাবছেন যে, Refer করে Income করার Apps গুলো কি সত্যি টাকা দিবে?
তাহলে জেনে রাখুন যে, রেফারাল প্রোগ্রাম গুলো আসলে এক ধরণের মার্কেটিং কৌশল যার দ্বারা কোম্পানিগুলি তাদের অ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা দ্রুত বাড়ানোর চেষ্টা করে থাকেন। তাই, অ্যাপ রেফার করে টাকা আয় করাটা কিন্তু অনলাইনে অর্থ উপার্জনের সত্যি একটি বাস্তবসম্মত উপায়।
Refer করে Income করার অ্যাপের ধরন:
Refer and earn apps গুলো তাদের ইউজারদের অ্যাপটিকে অন্যান্য ব্যক্তিদের সাথে শেয়ার করার জন্য একটি রেফারাল প্রোগ্রাম এর সুবিধা দিয়ে থাকে। এতে অ্যাপ ডাউনলোড বা সাইন-আপ হলে বিনিময়ে নগদ, ক্রেডিট, ডিসকাউন্ট, ইত্যাদি রিওয়ার্ড হিসেবে আপনি আয় করে নিতে পারেন।
এবার, refer করে earn করার apps আলাদা আলাদা ক্যাটাগরি হিসেবে নানান ধরণের হতে পারে। নিচে কিছু জনপ্রিয় Referral Income Apps এর ক্যাটাগরির বিষয়ে বলে দেওয়া হয়েছে।
১. Cashback এবং Rewards Apps:
এই ধরণের apps গুলোতে প্রতিটি সফল রেফারাল এর জন্য আমাদের কিছু টাকা ক্যাশব্যাক এবং রিওয়ার্ড হিসেবে দেওয়া হয়। যখনই কোনো ব্যক্তি আপনার রেফারাল কোড ব্যবহার করে অ্যাপ এর মধ্যে কেনাকাটা করেন, তখন তাদের খরচ করা টাকার উপর ক্যাশব্যাক বা রিওয়ার্ড আপনাকে উপহারস্বরূপ দেওয়া হয়। এই ধরণের কিছু cashback apps কিছু হলো, Dunzo, Letyshops, Rakuten, TopCashback।
২. Payment এবং E-Wallet Apps:
E-wallets এবং payment apps গুলিও প্রচুর টাকা রেফারাল ইনকাম হিসেবে আয় করার সুযোগ আমাদের দিয়ে থাকে। এক্ষেত্রে একজন ইউজার হিসেবে আপনাকে এই ওয়ালেট/পেমেন্ট অ্যাপস গুলিকে নিজের রেফারাল লিংক/কোড এর সাহায্যে অন্যান্য ব্যক্তিদের সাথে শেয়ার করতে হবে।
যখন কোনো ইউজার আপনার লিংক/কোড ব্যবহার করে অ্যাপটি ডাউনলোড করবেন এবং অ্যাপটি ব্যবহার করে টাকা ট্রান্সফার, বিল পেমেন্ট বা অনলাইন কেনাকাটার মতো লেন-দেন গুলো করবেন, আপনি আয় করে নিতে পারবেন রেফারাল রিওয়ার্ড।
৩. Online Shopping Apps:
আপনার দ্বারা রেফার করা বন্ধু-বান্ধব বা ব্যক্তিরা যখনই এই শপিং অ্যাপস গুলোতে কেনা-কাটা বা শপিং করবেন, আপনিও পেয়ে যাবেন রিওয়ার্ড বা রেফারাল ইনকাম। এই apps গুলোতে রেফারাল রিওয়ার্ড হিসেবে মূলত shopping credits, cashback, discounts, ইত্যাদি অফার করা হয়ে থাকে।
৪. Survey এবং Task Completion Apps:
অনলাইনে ছোট ছোট কাজ গুলো সম্পূর্ণ করে অর্থ উপার্জন করার জন্য এই মাইক্রো টাস্ক অ্যাপস গুলো প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। এই অ্যাপস গুলোতে আপনাকে মূলত, সার্ভে সম্পূর্ণ করা, অ্যাপস ডাউনলোড ও ব্যবহার করার মতো ছোট ছোট কাজ গুলো সম্পূর্ণ করতে হয়। এই বেশিরভাগ Micro Task Apps গুলোতেও কিন্তু একটি referral program অবশই থাকে। Swagbucks, InboxDollars, Toluna, LifePoints, Freecash, হলো এই ধরণের কিছু মাইক্রো টাস্ক অ্যাপস।
৫. Gaming Apps:
MPL, WinZO, RummyCircle, এই ধরণের এমন প্রচুর Mobile Gaming Apps গুলো রয়েছে যেগুলোতে নতুন নতুন প্লেয়ার রেফার করতে পারলে, রেফারাল ইনকাম হিসেবে টোকেন, টাকা, বা ইন-গেম মুদ্রা রিওয়ার্ড হিসেবে আয় করা যেতে পারে। তবে এক্ষেত্রে, আপনি যাদের রেফার করবেন তারা অবশই গেম গুলোতে সাইন আপ করে গেম খেলা শুরু করতে হবে।
এগুলো ছাড়াও এমন নানান ক্যাটাগরিতে আলাদা আলাদা ধরণের মোবাইল অ্যাপস গুলো রয়েছে যেগুলো রেফার করে আপনি রেফারাল কমিশন আয় করতে পারবেন।
রেফার করে টাকা ইনকাম করার অ্যাপস – সেরা ১০টি (তালিকা)
অ্যাপ এর নাম: | রেফারাল ইনকাম: |
---|---|
Google Pay | সর্বোচ্চ ১০০ টাকা প্রতি রেফার |
ySense | $0.10 বা $0.30 |
Paytm App | ১০০ টাকা প্রতি রেফার |
bKash | প্রতি রেফার ৫০ টাকা বোনাস |
Taskbucks | 25 টাকা প্রতি রেফার |
Angel One | সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত |
MobiKwik | ১০০ SuperCash |
RozDhan App | ১২ টাকা প্রতি রেফার |
Winzo | ১০ থেকে ৫০ টাকা |
Foodpanda rider | সর্বোচ্চ ১৫০০ টাকা |
চলুন এবার নিচে আমরা প্রতিটি অ্যাপ এর বিষয়ে একে একে জেনেনেই।
১. Google Pay Referral Program:
Google Pay, বর্তমান সময়ের একটি অনেক জনপ্রিয় অনলাইন পেমেন্ট অ্যাপ। এই অনলাইন পেমেন্ট অ্যাপটির মধ্যেও রয়েছে একটি রেফারেল প্রোগ্রাম। Google Pay referral program-এর অন্তর্গত, আপনার দ্বারা রেফার করা করা ব্যক্তিরা যখন এই অ্যাপটি ডাউনলোড করে একাউন্ট সেটআপ করবেন এবং তাদের প্রথম অনলাইন পেমেন্ট বা লেন-দেন করবেন তখন আপনাকেও দিয়ে দেওয়া হবে কিছু টাকা রেফারাল রিওয়ার্ড হিসেবে।
মনে রাখবেন, Google Pay App-টি অন্যান্য ব্যক্তিদের রেফার করার জন্য আপনাকে নিজের Google Pay Referral Link বা Code অবশই ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনাকে নিজের Google Pay App থেকে Invite friends, get rewards এর অপশনে click করতে হবে।
রেফার কমিশন: সর্বোচ্চ ১০০ টাকা প্রতি রেফার।
২. ySense Refer & Earn Program:
যারা ySense-এর বিষয়ে জানেননা তাদের জানিয়ে রাখছি যে এটা এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানে আপনি সার্ভে সম্পূর্ণ করা এবং রেফার করার মতো সাধারণ কাজ গুলো করে কিছু এক্সট্রা টাকা আয় করে নিতে পারবেন। ySense-এর একটি referral program রয়েছে।
তাই, এই প্লাটফর্মে অন্যান্য ব্যক্তিদের ইনভাইট করেও ySense থেকে টাকা আয় করা সম্ভব। আপনার দ্বারা রেফার করা ব্যক্তি যখন এখানে নিজের একটি একাউন্ট তৈরি করে surveys, offers, বা tasks এর মতো কিছু নির্দিষ্ট কার্যক্রম সম্পন্ন করে থাকেন তখন একজন রেফারার হিসেবে আপনারও কিছু টাকা রেফারেল কমিশন আয় হয়ে যায়।
রেফার কমিশন: $0.10 বা $0.30 প্রতি রেফার।
৩. Paytm App
Paytm, একটি অনেক জনপ্রিয় ওয়ালেট ও ডিজিটাল পেমেন্ট অ্যাপ। এর রেফারাল প্রোগ্রাম এর দ্বারা একজন Paytm ইউজার হিসেবে আপনিও প্রতি রেফার সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত আয় করে নিতে পারবেন। তবে রেফারাল ইনকাম আপনাকে শুধুমাত্র তখন দেওয়া হবে যখন রেফার করা ব্যক্তি আপনার রেফারাল লিংক ব্যবহার করে অ্যাপ ডাউনলোড করে তার প্রথম লেন-দেন (মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, ইত্যাদি) সম্পূর্ণ করবেন।
নিজের Paytm রেফারাল link প্রাপ্ত করার জন্য আপনাকে সরাসরি নিজের Paytm app থেকে “Refer & Earn” এর ট্যাবে/অপশনে ক্লিক করতে হবে।
রেফার কমিশন: সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত।
৪. bKash
bKash হলো বাংলাদেশ এর একটি জনপ্রিয় এবং লিডিং mobile financial service (MFS) যেখানে আপনি মূলত নানান ধরণের বিল পেমেন্ট, টাকা পাঠানো ও গ্রহণ করা, মোবাইল রিচার্জ ইত্যাদির মতো কাজ গুলো করতে পারবেন। বর্তমান সময়ে bKash App Referral নামে একটি প্রোগ্রাম চালানো হচ্ছে যেখানে প্রত্যেক নন বিকাশ ইউজারদের কাছে bKash app-টি রেফার করার জন্য দেওয়া হচ্ছে BDT 50।
App-টি রেফার করার জন্য আপনাকে আপনার bKash app এর মধ্যেই একটি unique referral link দিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, আপনাকে শুধুমাত্র তখনই রেফারাল বোনাস দেওয়া হবে যখন আপনার দ্বারা রেফার করা ব্যক্তি আপনার রেফারাল লিংক ব্যবহার করে bKash app-এর মধ্যে login করবেন এবং তার প্রথম transaction সম্পূর্ণ করবেন।
- ১ সপ্তাহের মধ্যে ৫ বা ৫ থেকে অধিক রেফারাল হলে BDT 100 এক্সট্রা রেফারাল বোনাস দেওয়া হবে।
- টপ রেফারারদের এক্সট্রা রিওয়ার্ড এবং স্পেশাল গিফট দেওয়ার কথা বলা হয়েছে।
- এই অফার ভ্যালিড থাকছে November 15, 2024 থেকে December 29, 2024 পর্যন্ত।
- তবে bKash app referral program পেজে নিয়মিত কিছু না কিছু অফার অবশই থাকে।
৫. Taskbucks – Earn Rewards
নিজের স্মার্টফোনে ছোট ছোট মাইক্রো টাস্ক গুলো গুলো সম্পূর্ণ করে অতিরিক্ত কিছু টাকা রোজগার করার একটি দারুন উপায় হলো Taskbucks app-টি। আপনাকে শুধুমাত্র অ্যাপটিকে নিজের মোবাইলে ডাউনলোড করতে হবে। এবার অ্যাপ এর মধ্যে একটি offer wall দেখবেন যেখানে প্রচুর ছোট ছোট টাস্ক গুলো দেওয়া থাকবে। প্রতিটি টাস্ক সম্পূর্ণ করার বিপরীতে আপনাকে দেওয়া হবে কিছু ক্রেডিট রিওয়ার্ড/কয়েন।
Taskbucks App-টি রেফার করে আপনি unlimited coins income করতে পারবেন। ইনকাম করা এই coins গুলিকে আপনি ক্যাশে কনভার্ট করে তুলে নিতে পারবেন। তবে মনে রাখবেন, আপনাকে রেফারেল ইনকাম শুধুমাত্র তখন দেওয়া হবে যখন আপনার referral / invite link দিয়ে কোনো ব্যক্তি aap-টি ইনস্টল করবেন। এছাড়া, আপনার বন্ধু বা রেফার করা ব্যক্তিকে taskbucks থেকে অন্তত একটি app অবশই ডাউনলোড করতে হবে।
রেফার কমিশন: সর্বোচ্চ ২৫ টাকা প্রতি সফল রেফারে।
৬. Angel One Referral Program
রেফার করে ইনকাম করার আরেকটি দারুন অ্যাপ হলো এই Angel One App-টি। Angel One আসলে একটি অনেক জনপ্রিয় ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং অ্যাপস গুলোর মধ্যে একটি। এই অ্যাপ এর মধ্যে দিয়ে দেওয়া রেফার এন্ড আর্ন প্রোগ্রাম থেকে আপনি সর্বোচ্চ ৫০০ পর্যন্ত প্রতি রেফার ইনকাম করে নিতে পারবেন।
আপনার দ্বারা রেফার করা ব্যক্তি যখন আপনার রেফারাল লিংক ব্যবহার করে এই অ্যাপে নিজের একাউন্ট তৈরি করে ট্রেডিং শুরু করে থাকেন, তখন আপনাকে আপনার রেফারেল কমিশন বা বোনাস দিয়ে দেওয়া হয়।
৭. MobiKwik
Mobikwik App রেফার করে শুধুমাত্র আপনি নয় তবে যেই ব্যক্তিকে রেফার করছেন সেও রেফারাল ইনকামের লাভ উপভোগ করতে পারবেন। আপনার বন্ধু যখন আপনার referral link-টি ব্যবহার Mobikwik-এর মধ্যে sign up করবেন এবং প্রথমবারের জন্য ওয়ালেটে মিনিমাম ৫০ টাকা অ্যাড করবেন, তখন আপনারা দুজনেই ১০০ টাকা সুপারক্যাশ আয় করবেন। Mobikwik Refer and Earn Program থেকে আপনি সর্বোচ্চ ৫০০০ পর্যন্ত সুপারক্যাশ আয় করতে পারবেন।
৮. RozDhan App
Google Play Store থেকে Roz Dhan App-টি প্রায় ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে। এটা মূলত একটি মাইক্রো টাস্ক সম্পূর্ণ করে ইনকাম করার অ্যাপ যেখানে একটি রেফারাল প্রোগ্রামও রয়েছে। এর রেফারাল প্রোগ্রাম থেকে আপনারা ৬+৬ = ১২ টাকা প্রতি রেফার আয় করে নিতে পারবেন।
যা আমি আগেই বলেছি, রেফারাল ইনকাম ছাড়াও এখানে নানান কাজ গুলো সম্পূর্ণ করে আপনি ইনকাম করতে পারবেন। যেমন, সার্ভে সম্পূর্ণ করা, গেম খেলা, আর্টিকেল পড়া, ইত্যাদ।
৯. Winzo
Winzo আসলে একটি অনলাইন গেমিং প্লাটফর্ম যেখানে আপনি গেম খেলে পুরস্কার জিতে নিতে পারবেন।
গেম খেলা ছাড়াও এখান থেকে রেফারাল বোনাস হিসেবেও আপনি ইনকাম করতে পারবেন। যদি আপনি এই অ্যাপটিতে নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করে অ্যাপটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে এখানে আপনি ২৫ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত রেফারাল কমিশন আয় করে নিতে পারবেন।
শুরুতে আপনাকে প্রতি রেফার ২৫ টাকা দেওয়া হবে যদিও ধীরে ধীরে যখন আপনার রেফার করা ব্যক্তিদের সংখ্যা বাড়তে থাকবে সেভাবেই আপনার রেফারাল ইনকামের পরিমাণও বাড়তে থাকবে। Winzo app-টি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলোতে শেয়ার করে আপনি আরামে ১০০০ থেকে ১৫০০ টাকা প্রতি সপ্তাহে আয় করে নিতে পারবেন।
১০. Foodpanda rider
যদি আপনি পার্ট-টাইম ফুড ডেলিভারি করে টাকা ইনকাম করতে চান, তাহলে অবশই foodpanda rider app-টি ব্যবহার করুন। এতে আপনি খাবার ডেলিভারি করার পাশাপাশি এই app-টি refer করেও অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবেন।
আসলে, প্রত্যেক foodpanda rider account-এর মধ্যে একটি personal invite code/link দেওয়া থাকে। আপনার এই invite code-টি আপনি যেকোনো ব্যক্তি বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।
এবার, যদি কোনো ব্যক্তি আপনার এই ইনভাইট কোড/লিংক ব্যবহার করে Foodpanda rider হিসেবে রেজিস্টার করেন এবং তাকে রাইডার হিসেবে হায়ার করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ১৫০০ টাকা পর্যন্ত রেফারেল কমিশন আয় করে নিতে পারবেন।
মনে রাখবেন, আপনাকে আপনার রেফারেল ইনকাম শুধুমাত্র তখন দেওয়া হবে যখন আপনার বন্ধু ৩০ দিনের মধ্যে কমেও ১২০-টি অর্ডার সম্পূর্ণ করে নিবেন।
App Refer করে অধিক Income করার জন্য কি করবেন?
সত্যি বলতে, Refer and Earn Apps গুলো আপনি একজন বা দুজনকে রেফার করে অনেক সামান্য পরিমান ইনকাম করতে পারবেন। যদি নিজের পরিবারের ২-৪ জন সদস্যদের কাছে অ্যাপ গুলো শেয়ার করে ইনকাম করার কথা ভাবছেন, তাহলে সময় নষ্ট ছাড়া কিছুই হবেনা।
অ্যাপ রেফার করে টাকা আয় করার জন্য আপনাকে কাজে লাগাতে হবে নানান সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোকে। Facebook, Instagram, Twitter, YouTube, এই ধরণের প্লাটফর্ম গুলোতে নিজের অ্যাপ গুলো শেয়ার করতে হবে।
এছাড়া, প্রয়োজন হলে Medium এবং Quora-র মতো প্রশ্ন-উত্তর প্লাটফর্ম গুলোকে কাজে লাগিয়েও নিজের অ্যাপ রেফারাল লিংক গুলো অনলাইন হাজার হাজার ব্যক্তিদের সাথে শেয়ার করে আনলিমিটেড রেফারেল ইনকাম করা সম্ভব। অ্যাপ রেফার করে ইনকাম করতে হলে আপনাকে স্মার্ট-ওয়ার্ক অবশই করতে হবে।
অ্যাপস রেফার করে কত টাকা ইনকাম করা যাবে?
যদি আপনি শুধুমাত্র নিজের কিছু বন্ধু-বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে অ্যাপ রেফারাল লিংকটি শেয়ার করার কথা ভাবছেন, তাহলে ৫০ থেকে ১০০ টাকার থেকে অধিক ইনকাম করাটা অসম্বব একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু, যদি আপনি ব্লগিং, ইউটিউব, অনলাইন কমিউনিটি, সোশ্যাল মিডিয়া ইত্যাদি প্লাটফর্ম গুলোকে সঠিক ভাবে কাজে লাগাতে পারেন, তাহলে অ্যাপ রেফার করেও মাসে হাজার হাজার টাকা আয় করে নিতে পারবেন।
FAQ:
আপনি যত অধিক লোকেদের কাছে app রেফার করবেন এবং যত অধিক লোকেরা আপনার লিংক বা কোড ব্যবহার করে app download করে ব্যবহার করবেন, আপনি ততটাই অধিক ইনকাম করতে পারবেন।
Google Pay, Mobikwik, Swagbucks, ySense, bKash referral program, ইত্যাদি অ্যাপস গুলো বর্তমানে অধিক রেফারাল ইনকাম প্রদান করে থাকে।
আপনার কাছে একটি স্মার্টফোন থাকতে হবে এবং অ্যাপ এর রেফারাল লিংক গুলো কোথায় শেয়ার করলে অধিক ডাউনলোড হবে সেই জ্ঞান ও কৌশল আপনার মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে একটি অনলাইন ব্লগ সাইট, ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স থাকলে তাড়াতাড়ি অধিক লোকেদের কাছে অ্যাপ রেফার করা সম্ভব।
উপসংহার:
Refer করে Income করার Apps গুলো নিয়ে লিখা আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো? ইন্টারনেটে উপলব্ধ প্রায় প্রত্যেকটি অ্যাপের একটি রেফারাল প্রোগ্রাম থাকে।
তবে মনে রাখবেন, এই মাধ্যমে ইনকাম করার জন্য আপনার কাছে একটি বড় ইউজার বেস অবশই থাকতে হবে। শুধুমাত্র একজন বা দুজনকে অ্যাপ রেফার করে আপনি কতই বা ইনকাম করে নিতে পারবেন। তাই বিষয়টা ভালোভাবে বুঝুন এবং সেই হিসেবে সিদ্ধান্ত নিন। আমাদের আর্টিকেলের মধ্যে উল্লেখ করা Best Refer and Earn Apps গুলোর বিষয়ে কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট অবশই করবেন।
হ্যালো আমি রাহুল দাস একজন ফুল টাইম ব্লগার। ব্লগিং এবং কনটেন্ট রাইটিং নিয়ে আমার প্রায় ৬ থেকে ৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। অনলাইনে কিভাবে টাকা ইনকাম করতে হয়, বিষয়টি নিয়ে অনেক আগের থেকেই আমার অনেক রুচি রয়েছে। তাই নতুন নতুন অনলাইন ইনকাম উপায় গুলো এই ব্লগে আমি নিয়মিত পাবলিশ করে থাকি। এতে আপনিও নিজের ঘরে বসে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন।