মূল কাজের পাশাপাশি বাড়িতে বসে অনলাইনে ছোট ছোট কাজ করে অতিরিক্ত টাকা আয় করার জন্য উপায় খুঁজছেন? কিংবা হাতে একটা স্মার্ট ফোন নিয়েই পার্ট-টাইম কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে চান? এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হলে, এসেছেন ঠিক জায়গায়। কেননা, আজকের প্রতিবেদনে এক জনপ্রিয় মানি আর্নিং অ্যাপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারে বর্ণনা করা হয়েছে।
আজকের আমাদের আলোচনার বিষয় হল, ‘তোলোকা অ্যাপ (Toloka App)’। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করে কিছু টাকা অবশই আয় করতে পারেন। কীভাবে টাস্ক বাছবেন, কীভাবে পেমেন্ট পাবেন, কীভাবে টাকা তুলবেন, এই অ্যাপে সর্বোচ্চ কত টাকা আয় করা যায়, এই সমস্ত প্রশ্নের উত্তর একে একে দেওয়ার চেষ্টা করা হল।
অবশই পড়ুন: InCash App কি? কিভাবে টাকা ইনকাম করবেন
What is Toloka App?
তোলোকা হল এক বিশেষ ধরণের অ্যাপ, যেখানে টাস্ক সম্পূর্ণ করলে টাকা পাওয়া যায়। এই প্রকৃতির আর পাঁচটা অ্যাপের থেকে কিছুটা আলাদা এই মানি আর্নিং অ্যাপ (Toloka Money Earning App)।
অনলাইনে টাকা ইনকাম করার ইচ্ছে থাকলে, তবে অন্যান্য আর্নিং অ্যাপ গুলোর মতো গেম খেলতে বা শপিং করতে ভালো না লাগলে এই বিশেষ অ্যাপটি শুধুমাত্র আপনার জন্যই। এখানে ইমেজ ক্লাসিফাই করা, কমেন্ট পর্যালোচনা করা ও গ্রুপ সার্ভের অংশ হওয়ার মতো খুবই সাধারণ কাজ করে নিজের ওয়ালেটে টাকা জমানো যায়। সব থেকে বড়ো ব্যাপার, এই অ্যাপে টাস্কে সম্পূর্ণ করার জন্য কোনো টাকা দিতে হয় না।
অ্যাপের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই অ্যাপ বা প্ল্যাটফর্মটি রিয়েল টাকা উপার্জন করার সুযোগ দেয়। টাস্ক ভালোভাবে সম্পূর্ণ করতে পারলে ডলারে টাকা পে করা হয়। ইনকাম করা টাকা গুলো উইথড্র করতে চাইলে উপলব্ধ পেমেন্ট প্রক্রিয়া সিলেক্ট করে নিয়ে পেমেন্ট সিস্টেমে রেজিস্টার করতে হবে।
তবে তাড়াহুড়ো করে টাকা তুলতে গেলে হবে না। পেমেন্ট সিস্টেমে অ্যাকাউন্ট কনফার্ম হলে তবেই টাকা উইথড্র করা তথা তোলার চেষ্টা করা উচিত।
Toloka App কিভাবে Download এবং Install করবেন?

প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড ও ইন্সটল করে নিতে পারা যায় Toloka App। আপনি চাইলে এই Toloka app download লিংক ব্যবহার করেও এই app download করে নিতে পারবেন।
ফোনে অ্যাপ ইন্সটল করা হয়ে গেলে তোলোকা অ্যাপ (Toloka App) আইকনে ক্লিক করে তা ওপেন করতে হবে।
এরপরে একটি নতুন উইন্ডো খুলবে। এই উইন্ডোতে “Continue with Google” ও “Continue with Facebook” দেখতে পাওয়া যাবে। ইচ্ছে মতো অপশনে ক্লিক করে লগিন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

এরপরে ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ হয়ে গেলে নাম সহ অন্যান্য দরকারি তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরির কাজ শেষ করতে হবে।
একবার আপনার একাউন্ট তৈরি হয়ে গেলেই আপনি দেখতে পারবেন Toloka app-এর ড্যাশবোর্ড।

Toloka app-এর ড্যাশবোর্ড থেকেই আপনি নানান টাস্ক সহ অন্যান্য অপসন গুলিও দেখতে পারবেন।
Toloka App-এ কি কি উপায়ে টাকা ইনকাম করা যায়?

তোলোকা অ্যাপে প্রোফাইল তৈরি করা হয়ে গেলে ট্রেনিং টাস্কগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং ভালোভাবে শেষ করতে পারলে রিওয়ার্ড পাওয়া যাবে। জানিয়ে রাখি, উচ্চতর রিওয়ার্ড বিশিষ্ট টাস্কে অংশগ্রহণ করতে চাইলে কিছু ট্রেনিং টাস্ক সম্পূর্ণ করে রাখলে তা পরবর্তীকালে নিজেরই আয় বৃদ্ধিতে সাহায্য করবে।
কীভাবে কোন টাস্ক কমপ্লিট করতে হবে জানতে হলে পড়তে হবে এই সম্পূর্ণ প্রতিবেদন। টাস্ক উইন্ডো ওপেন হতেই উক্ত পেজে মোট তিনটি সেকশন দেখতে পাবেন। এগুলোর নাম কী কী? তা নিচে বিস্তারে বর্ণনা করা হল।
১. Newest First:
এক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত তথা নতুন টাস্কগুলো দেখতে পাওয়া যাবে।
২. Price:
এই বিভাগে টাস্কগুলো দেখা যাবে নির্ধারিত রিওয়ার্ডের ভিত্তিতে।
৩. Favorite First:
এক্ষেত্রে আপনার তরফে ফেভারিট সেট করা টাস্কগুলো পরপর রাখা থাকবে। টাস্কের পাশে ‘সেভ’ আইকনে ক্লিক করলেই তা ফেভারিট হিসাবে সেভ হয়ে যাবে।
ফিল্টার করে টাস্ক বা কাজ গুলো দেখতে ও করতে পারবেন:
উল্লেখ্য, উল্লিখিত সেকশনগুলোকে নিজের ইচ্ছে মতো ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার করার সুবিধা আছে। মোট তিন রকমের ফিল্টার উপলব্ধ রয়েছে।
এর মধ্যে একটি হল “unavailable”।
এই ফিল্টার অপশনের অধীনে টাস্কগুলোর পাশে একটা ছোট্ট তালা দেখতে পাওয়া যাবে। তালাগুলোর পাশে বিশেষ কিছু শর্ত লেখা থাকবে, যা নিয়ম মেনে পালন করলে তবেই টাস্ক সম্পূর্ণ করতে পারা যাবে।
দ্বিতীয়টি হল “hidden” ফিল্টার।
এই ফিল্টারে টাস্ক add করতে চাইলে প্রথমে টাস্ক কার্ডের পাশে ‘:’ আইকনে ক্লিক করতে হবে। এরপরে “Hide the task”-এ ক্লিক করার পরে ‘Hidden’ ফিল্টার ‘Off’ করে দিতে হবে। আবার হিডেন ফিল্টার থেকে টাস্ক বের করে আনতে চাইলে ‘Hidden’ ফিল্টার ‘On’ করে “don’t hide”-এ ক্লিক করতে হবে।
তৃতীয়টি হল “Training”।
এই ফিল্টারের অধীনে আপনি আপনার ট্রেনিং টাস্কগুলো দেখতে পাবেন। তোলোকায় প্রতিনিয়ত একাধিক টাস্ক আসে।
পছন্দের সমস্ত রকমের টাস্ক পাওয়ার জন্য আপনাকে নিয়মিত অন হয়ে ফীড রিফ্রেশ করতে থাকতে হবে। টাস্ক যত বেশি সম্পূর্ণ করবেন, যত কঠিন লেভেলের টাস্ক কমপ্লিট করবেন, আপনার আয়ের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা আরওই বাড়বে।
মনে রাখবেন, আপনার টাস্ক গৃহীত হল না বাতিল হল, বোনাস পাওয়া গেল না টাস্ক রিভিউ স্তরে আছে, এই সমস্ত দেখতে চাইলে আপনাকে যেতে হবে Activity History-তে।
Toloka অ্যাপ থেকে কিভাবে টাকা পাবেন?
মোট তিন উপায়ে পেমেন্ট করে থাকে তোলোকা অ্যাপ (Toloka App)। এই সম্পর্কে নিম্নে বিস্তারে আলোচনা করা হল,
১. Automatically Accepted:
এক্ষেত্রে টাস্ক কমপ্লিট হওয়ার সঙ্গেই পেমেন্ট করে দেওয়া হয়। উত্তর জমা পড়ার পরেই তা অটোমেটিক্যালি গৃহীত হয়। যার ফলে পরে পাবলিশার চাইলেও নিজের সিদ্ধান্ত বদলানোর সুযোগ পায় না। ফলস্বরূপ, কখনও উত্তর ভুল হলেও টাকা ফেরত নিতে পারেন না পাবলিশাররা। মনে রাখবেন, এই টাকা ওয়ালেটে জমা পড়ার পরেই তোলা যায়।
২. Non-automatically Accepted:
এক্ষেত্রে টাস্ক সম্পূর্ণ হওয়ার ঠিক পরেই পেমেন্ট করা হয় না। পেমেন্ট প্রসেস কমপ্লিট হতে সর্বোচ্চ ২১ দিন বা এর কমও লাগতে পারে। পাবলিশাররা আপনার উত্তর চেক করে গ্রহণ করলে তবেই পেমেন্ট প্রসেস এগোয়।
এক্ষেত্রে, অতিরিক্ত মাত্রায় ভুল হয়ে থাকলে আপনার উত্তর বাতিল হয়ে যেতে পারে। পাবলিশার নির্ধারিত সময়ের মধ্যে চেক করতে ব্যর্থ হলে আপনার টাস্ক নিজেকে থেকেই গৃহীত হবে, এক্ষেত্রে বাতিলের প্রশ্নই উঠবে না।
৩. Bonuses:
এই পেমেন্ট মেথডে আপনি অটো বা নন-অটো উভয় পেমেন্ট উপায়ের অধীনেই টাকা পাবেন। পাবলিশারদের তরফে এই টাকা অংশগ্রহণকারীদেরকে উপহারস্বরূপ দেওয়া হয়। এই বোনাসের পরিমাণ .005 মার্কিন ডলার থেকে 100 মার্কিন ডলার হতে পারে। খুশির খবর হল, এই টাকা ওয়ালেটে জমা পড়ার পরেই তুলে নেওয়া যায়।
বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়ে টাস্কের ডেস্ক্রিপশনে আপনাকে সম্পূর্ণটা জানানো হয়। তবে বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য বোনাসের কথা আগাম বার্তা ছাড়াই জানানো হয়ে থাকে।
Toloka অ্যাপ থেকে কিভাবে টাকা তুলবেন?
Toloka app থেকে টাকা তুলতে হলে সবথেকে আগেই Payments পেজ গিয়ে Withdrawal method-এর পাশে থাকা Add new method-এর বাটনে click করে উপলব্ধ পেমেন্ট মেথড এর মধ্যে একটি সেটআপ করতে হবে।
আপনি চাইলে Payments পেজে দেখানো Withdraw বাটনে সরাসরি ক্লিক করে পেমেন্ট মেথড যুক্ত করা বা টাকা তোলার প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন।
বিস্তারিত জানতে নিচে দেখুন:
Toloka অ্যাপে ছোট ছোট কাজ করে ইনকাম করা টাকা বা রিওয়ার্ড গুলো তোলার জন্য নিম্নলিখিত নির্দেশ অনুসরণ করতে হবে। তোলোকা অ্যাপ ওপেন করে আপনাকে সবচেয়ে প্রথমে যেতে হবে “Payments”-এ।
এবার Payments পেজে আপনি Withdraw এবং Add new method এর অপসন দুটি দেখবেন। আপনি সরাসরি add new method এর বাটনে ক্লিক করুন।

এরপরে আপনি আপনার চোখের সামনে পাবেন দুটি অপশন। এর মধ্যে একটি হল “Papara” এবং অপরটি হল “Payoneer”। এবার আপনাকে কোনটি বাছতে হবে?
১. Papara: এই অপশনটি শুধুমাত্র তুর্কির বাসিন্দাদের জন্য উপলব্ধ।
২. Payoneer: এই অপশনটি প্রায় ২০০টি দেশের জন্য উপলব্ধ। যদিও রাশিয়ার বাসিন্দারা এটি ব্যবহার করতে পারবেন না। খুশির খবর হল, এই পেমেন্ট সিস্টেম ভারতের এবং বাংলাদেশের বাসিন্দারা অবশই ব্যবহার করতে পারবেন।
কীভাবে টাকা তুলবেন? ধাপে ধাপে তা নীচে জানানো হল। আমরা সরাসরি Payoneer-এর নিচে থাকা Set Up এর অপশনে ক্লিক করবো এবং Payoneer-এর দ্বারা টাকা তুলবো।

- Set Up এর মধ্যে click করার পর “Link Account”-এর অপশনে ক্লিক করতে হবে।
- Payoneer একাউন্টের দ্বারা আপনি আপনার লোকাল ব্যাঙ্ক একাউন্টে টাকা তুলে নিতে পারবেন।
Payoneer অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হতে সর্বনিম্ন কয়েক ঘন্টা ও সর্বোচ্চ 30 দিনও লাগতে পারে। টাকা ট্রান্সফরের স্ট্যাটাস আপনি “Action History”-তে চেক করতে পারেন।
Toloka অ্যাপ থেকে মিনিমাম কত টাকা তুলতে পারবেন?
পেমেন্ট সিস্টেম হিসাবে ন্যূনতম উইথড্রয়াল লিমিটের পরিমাণ উল্লেখ করা হল।
- Papara: এই পেমেন্ট সিস্টেমের অধীনে কমপক্ষে 0.5 ডলার ব্যালেন্স থাকতেই হবে। এর চেয়ে কম থাকলে টাকা তুলতে পারা যাবে না।
- Payoneer: এই পেমেন্ট সিস্টেমের আওতায় নিয়মিত অল্প আলাদা। এক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ ২০ ডলার হতে হবে। অর্থাৎ, এর উইথড্রয়াল লিমিট ২০ ডলার।
- তোলোকা অ্যাপ রিওয়ার্ডের টাকা উইথড্র করার জন্য অতিরিক্ত টাকা না নিলেও কিছু থার্ড পার্টি অ্যাপ টাকা তুলতে গেলে অতিরিক্ত ফি চার্জ করতে পারে। আর তাই অবশ্যই টাস্ক শুরু করার আগে সেগুলোর “টার্মস এন্ড কন্ডিশন” (terms & condition)-গুলো ভালোভাবে পড়ে নেবেন।
Toloka অ্যাপ থেকে কত টাকা ইনকাম করা যাবে?
রিওয়ার্ডের পরিমাণ এলাকা, টাস্কের উপলব্ধতা ও স্কিলের লেভেল নির্বিশেষে ভিন্ন হতে পারে। কেউ চাইলে প্রতিমাসে ১০০ ডলারের থেকেও বেশি টাকা আয় করতে পারেন। টাস্ক প্রতি কত টাকা আয় করা যাবে সেই সংক্রান্ত তথ্য টাস্ক কার্ডেই লেখা থাকে। এই কার্ডের উপরে আঙুল দিয়ে আলতো করে চেপে ধরলেই দৈনিক গড় ও সর্বোচ্চ ইনকামের পরিমাণ জানা যাবে।
অবশই পড়ুন: